বিনোদন

আগামীকাল প্রেক্ষাগৃহে ‘পোস্টমাস্টার ৭১’

স্টাফ রিপোর্টার

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫০ পূর্বাহ্ন

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘পোস্টমাস্টার ৭১’ আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন আবীর খান ও রাশেদ শামীম স্যাম। এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। আরো অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, অমিত হাসান, আল মনসুর, নিঝুম রুবিনা, সানজিদ খান প্রিন্স প্রমুখ। ছবিটি মুক্তি দেয়া হচ্ছে যমুনা ব্লকবাস্টার ও বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। সেই সঙ্গে ওইদিন বিকাল ৩.০৫ মিনিটে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার চ্যানেল আই’র পর্দায়।
ছবির গল্পে দেখা যাবে ১৯৭১ সাল সারা দেশে যুদ্ধের পরিবেশ, চারদিকে থমথমে অবস্থা, যুদ্ধ শুরু হবে। পোস্ট অফিসে চাকরি করেন আরিফ। হঠাৎ একদিন পোস্ট মাস্টারের কাছে একটি চিঠি আসে আর তাতে লেখা থাকে ঐ পোস্ট অফিসের আশেপাশে যত এলাকা আছে প্রত্যেকটি গ্রাম থেকে যুবক ছেলেদের খুঁজে বের করে যুদ্ধের জন্য ট্রেনিংয়ে পাঠাতে। চিঠির কথা অনুযায়ী পোস্ট মাস্টার আরিফ যুবক ছেলেদের যুদ্ধের জন্য পাঠাতে থাকে যেহেতু পোস্ট অফিস তখন ছিল পাকিস্তান সরকার এবং সরকারি অফিস। পোস্টমাস্টার সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে নেপথ্যে থেকে যুদ্ধের জন্য সবাইকে সংগঠিত করতে থাকে। এর মধ্যে ব্যাপারটি জেনে যায় গ্রামে রাজাকার গুলজার। গুলজার তার বাহিনী নিয়ে পোস্টমাস্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এভাবেই এগিয়ে যায় গল্প।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status