অনলাইন

কুষ্টিয়ায় নির্বাচনী কার্যালয় থেকে শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটক ১৮

কুষ্টিয়া প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১২:৩৬ অপরাহ্ন

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী কার্যালয় থেকে শহর বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকসহ  ১৮ নেতাকর্মীকে আটক পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া রেলওয়ে কোর্ট স্টেশন সংলগ্ন নির্বাচনী কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
বিএনপির নেতাকর্মীরা জানান, নির্বাচনী কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী বৈঠক চলছিল। এসময় নৌকা প্রার্থীর সমর্থকরা একটি মিছিল মিছিল বের করে এবং বিএনপির নির্বাচনী কার্যালয়ে অকস্মাৎ প্রবেশ করে তাদের হুমকি প্রদান ও কয়েকজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর পুলিশ এসে ঝটিকা অভিযান চালিয়ে ওই কার্যালয় থেকে কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ সাধারণ সম্পাদক একে বিশ^াস বাবু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুকসহ দলীয় ১৮ নেতা-কর্মীকে আটক করে। এরপর ওই নির্বাচনী কার্যালয় প্রায় একঘন্টা ঘেরাও রেখে তল্লাশীর পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের অভিযান চলাকালে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার তার কার্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ ছিলেন।
অন্যদিকে পুলিশ দাবি করে, বিএনপি প্রার্থীর কার্যালয়ের সামনের সড়ক দিয়ে নৌকা প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় মিছিলকারীদের ওপর বিএনপির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, যুবলীগের মিছিলে হামলার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছে। তবে যাচাইয়ের পর সিদ্ধান্ত নেয়া হবে।
বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার সাংবাদিকদের কাছে দাবি করেন, সম্পূর্ণ বিনা উস্কাসিতে নৌকার প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করে হুমকি প্রদান ও কয়েকজন কর্মীকে মারধর করে। এ ঘটনার পরপরই পুলিশ তার কার্যালয় থেকে শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় ১৮ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status