শেষের পাতা

কোনো সংঘাতের ঘটনা ঘটেনি

স্টাফ রিপোর্টার

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১০:৩২ পূর্বাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সব রাজনৈতিক দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনে কমিশন আশাবাদী। সব রাজনৈতিক দল একটি পজেটিভ অ্যাটিচিউড  নিয়ে নির্বাচন শুরু করে দিয়েছে। এত বড় নির্বাচনে এখন পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যখন মাঠে যাবে তখন কোনো সংঘাত ঘটবে বলেও মনে করেন না সিইসি। বিচারকরা সফল ও সার্থক নির্বাচন করবেন বলেও আশা কমিশনের। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে এমন কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়ে পড়েছে, তবে খেয়াল রাখতে হবে উত্তাপ যেনো উত্তপ্ত না হয়। কে এম নূরুল হুদা বলেন, এটা বলার এবং বোঝার অপেক্ষা রাখে না যে, নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে যে, ?উত্তাপের এই পরিবেশ যেনো উত্তপ্ত না হয়। উত্তপ্ত হয়ে নির্বাচনী পরিবেশ যেনো ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে।

ব্রিফিংয়ে আরো বক্তব্য দেন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। গত দুইদিনে মোট ৪৩০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই নির্বাচনী ব্রিফিংয়ে অংশ নেন। আজও আরো ২১০ জন বিচারক একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রিফিংয়ে অংশ নেবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status