বাংলারজমিন

মাঠে মহাজোটের আরো তিন প্রার্থী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:২৬ পূর্বাহ্ন

 চট্টগ্রাম-১২ পটিয়া আসনে মহাজোটের প্রার্থী হচ্ছেন সামশুল হক চৌধুরী। নৌকা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন তিনি। কিন্তু তার পাশাপাশি সমানে প্রচারণা চালাচ্ছেন মহাজোটের আরো তিন প্রার্থী।
এরা হলো শরিক দল জাতীয় পার্টির দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সরকার। তিনি চালাচ্ছেন লাঙ্গল প্রতীকে প্রচারণা। একইভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এমএ মতিন প্রচারণা চালাচ্ছেন মোমবাতি প্রতীকে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এএম মঈন উদ্দিন চৌধুরী হালিম প্রচারণা চালাচ্ছেন চেয়ার প্রতীকে।
জাতীয় পার্টির দক্ষিণ জেলার সাধারণ সমপাদক ও লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুচ্ছফা সরকার জানিয়েছেন, জোটগতভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় পার্টি থেকে অন্য কোনো প্রার্থী না থাকায় দলের একমাত্র প্রার্থী হিসেবে তিনি পটিয়া থেকে নির্বাচন করতে যাচ্ছেন। তবে দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম মাস্টার জানিয়েছেন, দলীয়ভাবে পটিয়াতে তাদের কোনো প্রার্থী দেয়া হয়নি। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল তার মধ্যে নুরুচ্ছফা সরকারের বিষয়টি এসেছিল। জাতীয় পার্টি কোনো দলের পক্ষ হয়ে নির্বাচনে যাবে না।
মহাজোটের প্রার্থী সামশুল হক চৌধুরী বলেন, জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহাজোটের শরিক দল। মহাজোটের প্রার্থী হিসেবে আমাকে নৌকা প্রতীক দেয়া হয়েছে। কিন্তু এরমধ্যে জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রচারণার বিষয়টি মহাজোটকে অবহিত করা হবে। এরপর সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে। তবে আশা করছি এই তিন প্রার্থী মহাজোটের নৌকা প্রার্থীর সঙ্গে একসঙ্গে কাজ করবেন।
মহাজোট থেকে চারজন প্রার্থী হওয়ায় নির্বাচনের মাঠে অনেক হিসাব-নিকাশ। মহাজোটে একাধিক প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগির সুযোগ নিতে পারে বিএনপির একক প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক এনাম।
এ ব্যাপারে এনামুল হক এনাম বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী পটিয়ার দুইবারের এমপি সামশুল হক চৌধুরী। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে প্রতিদিন বিভিন্নভাবে বৈঠক করে যাচ্ছেন। তবে শেষ মুহূর্তে মহাজোটের কোন প্রার্থী কাকে সমর্থন করছেন তা বোঝা যাবে। যদি তা নয় হয় তাহলে কিছুটা সুবিধা তো আসবেই।
প্রসঙ্গত, জোট-মহাজোট ছাড়াও এ আসনে টেলিভিশন প্রতীকে লড়ছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) দীপক কুমার পালিত। বাসদ-এর পটিয়া উপজেলা সমন্বয়ক সাইফুদ্দীন মো. ইউনুচ লড়ছেন মই প্রতীকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status