অনলাইন

মঈন খানের প্রচারণায় হামলা, আহত ১০

স্টাফ রিপোর্টার,নরসিংদী

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৪৫ পূর্বাহ্ন

নরসিংদী-০২ (পলাশ ও সদরের একাংশ) আসনের বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নির্বাচনী প্রচারণায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী এলাকা সদর উপজেলা আমদীয়া ইউনিয়নের বেলাবো নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও ৪টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া এ ঘটনায় ছাত্রদল ও যুবদলের ১০জন নেতাকর্মী আহত হয়েছেন।

পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে মঈন খান নির্বাচনী এলাকায় প্রচারণার জন্য নেতাকর্মীদের সাথে যোগ দেন। দুপুরে পলাশ উপজেলার চরনগর্দী পাটি অফিসে মতবিনিময় শেষে নির্বাচনী এলাকা সদর উপজেলার আমদীয়া ইউনিয়নে গণসংযোগ করতে যায়। তিনি বেলাবো নামক বাজারে পৌছালে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাও মিয়ার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে গাড়ি বহরে হামলা চালায়। এ সময় তারা বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে ও ৪টি মটোরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। ভাংচুরে বাধাঁ দিতে গিয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ভূইয়া সোহেলসহ ছাত্রদল ও যুবদলের ১০ জন নেতাকর্মী আহত হয়।

তবে পাল্টা অভিযোগ করেছেন আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূইয়া রিপন বলেন, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে মিছিল করি। অপরদিকে বিএনপির প্রার্থী মঈন খাঁন মোটর সাইকেল নিয়ে স্বশস্ত্র মিছিল করেছে। স্বশস্ত্র মিছিলটি বেলাব বাজারে পৌঁছালে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহারিয়ার আলম পলাশ জানান, হামলার ঘটনাটি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status