বিনোদন

রনির স্লোগান-২: মা’র নাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:৩৮ পূর্বাহ্ন

কথা, সুর ও সংগীতের সমন্বয় থাকলেও গানকে গান বলতে চান না আসাদুজ্জামান রনি। তিনি তার কণ্ঠে ধরা কথামালার নাম দিয়েছেন স্লোগান। যে গানে দেশ ও সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকে, যে গানে প্রতিবাদ থাকে, স্বদেশ প্রেমের তেজস্বী স্বর থাকে। শহীদ মিনারের সুরক্ষা ও স্থায়ী শ্রদ্ধাবোধের কথা মনে করিয়ে দিতে গেল বছর প্রকাশ পায় তার প্রথম স্লোগান ‘বিদ্বেষী’। তার এ স্লোগান প্রতিবাদের ভাষা হয়ে ফিরেছে মানুষের মুখে মুখে। প্রশংসিত সেই স্লোগানের সূত্র ধরে এবার স্লোগান সিরিজের দ্বিতীয় পরিবেশনা আসছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এই স্লোগানের নাম তিনি দিয়েছেন- মা’র নাম বাংলাদেশ। নতুন এই স্লোগানে স্বদেশ ভূমি পাহারার কথা যেমন উপস্থিত তেমনি উপস্থিত মা মাটি আর পতাকার ঘ্রাণ, সাগর রুনীর খুনের বিচারসহ দেশে বিদ্যমান সব অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। পেশায় শিক্ষক রনি কাজ করেন সংস্কৃতির নানা মাধ্যমে। লাল সবুজ পতাকার ক্রীতদাস হয়ে বাঁচার আকুতি নিয়ে, স্বপ্নপূরণের দায়বদ্ধতায় স্লোগানমুখর থাকতে চাওয়া রনির দ্বিতীয় স্লোগান পাওয়া যাবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

লিংকঃ https:/ww/w.youtube.com/ watch?v=8mUfokHwLV8
অডিও ও ভিডিও নির্দেশনা সমন্বয় করেছে ব্যান্ড স্লোগান। মা’র নাম বাংলাদেশ’র সুর করেছেন যাদু রিছিল, লেখা ও কণ্ঠ আসাদুজ্জামান রনি নিজেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status