অনলাইন

চট্টগ্রামে আওয়ামী লীগ-বিএনপির কোলাকুলি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৬:৫৬ পূর্বাহ্ন

একাদশ সংসদ নির্বাচনের প্রচারণার প্রথমদিনে সারাদেশে সংঘর্ষের মধ্যে চট্টগ্রাম মহানগরীর নির্বাচনী মাঠে ভিন্ন চিত্র বিরাজ করছে। মহনগরীর জেল রোডে আমানত শাহর মাজার জেয়ারত শেষে পায়ে হেঁটে ফিরছিলেন বর্ষীয়ান রাজনীতিক, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান। একই পথ দিয়ে গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন তরুণ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নোমানকে দেখামাত্র গাড়ি থামিয়ে নেমে পড়েন নওফেল। নওফেলকে দেখে বুকে জড়িয়ে নেন নোমান। ভোটের মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বী বিপরীতমুখী দুই রাজনৈতিক দলের দুই নেতার মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণতা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সেখানে থাকা সাধারণ লোকজন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর জেল রোপের বক্সিরহাট এলাকায় অমৃত মধুর সৌহার্দ্যপূর্ণ এমন ঘটনা ঘটে।
যা মুহুর্তেই ছড়িয়ে পড়ে নগরজুড়ে। মানুষের মুখে মুখে শুরু হয় প্রশংসা। আর এমনটাই আশা করছেন নগরীর সাধারণ মানুষেরা।

নোমানের সঙ্গে থাকা সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রামের সহ-সভাপতি সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, আবদুল্লাহ আল নোমান সাহেব মাজার জিয়ারত করেছেন। উনার গাড়িটা জেল রোডের মুখে রাখা ছিল। তিনি হেঁটে গিয়ে ওই গাড়িতে উঠবেন, এমন সময় নওফেল সাহেবের গাড়ি যাচ্ছিল। তখন তিনি গাড়ি থামিয়ে নেমে গিয়ে কুশল বিনিময় করেন।

নওফেলের সঙ্গে থাকা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, নোমান সাহেব নওফেল ভাইকে দেখে বুকে জড়িয়ে নেন। নওফেল ভাই উনার হাত ধরে দোয়া চেয়েছেন। সব মিলিয়ে মিনিট তিনেকের মতো উনারা একসাথে ছিলেন।

এক সময়ের ভাসানীপন্থী তুখোড় বামপন্থী নেতা আবদুল্লাহ আল নোমান এখন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে অতীতে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একবার হারিয়েছিলেন নওফেলের বাবা সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকেও। ২০০৮ সাল থেকে নোমান আসন পরিবর্তন করে চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচন করছেন। এবারও তিনি এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

বিপরীতমুখী রাজনৈতিক দলের নেতা হলেও নোমান-মহিউদ্দিনের সম্পর্ক ছিল খুবই মধুর। দুজনের বাড়িও একই এলাকায় রাউজানে। এক সময় চট্টগ্রামের রাজনীতি আবর্তিত হতো নোমান-মহিউদ্দিনকে ঘিরেই।
প্রয়াত মহিউদ্দিনের ছেলে নওফেল এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। চট্টগ্রাম-৯ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন নওফেল। মঙ্গলবার সকাল ৮টার দিকে জেল রোডে আমানত শাহর মাজার জেয়ারত শেষে নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন তিনি।

তার প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী ধানের শীষে প্রতীকে লড়ছেন নোমানের রাজনৈতিক শিষ্য হিসেবে পরিচিত চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status