অনলাইন

এবার ৫৪টি নিউজ পোর্টাল ও ওয়েবসাইট বন্ধের নির্দেশ বিটিআরসির

স্টাফ রিপোর্টার

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৬:০৪ পূর্বাহ্ন

এবার ৫৪টি নিউজ পোর্টাল ও ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার দিবাগত রাতে বিটিআরসি থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। তবে এবারের নির্দেশনার তালিকা থেকে পরিবর্তন ডট কম, প্রিয় ডট কম, রাইজিংবিডি ও ঢাকা টাইমস২৪ ডট কম-কে বাদ দেয়া হয়েছে।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের সবগুলো আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ৫৪টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব সাইট ও লিংক থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাইটগুলো বন্ধের নির্দেশনা পাঠানো হয়।

এর আগে রোববার রাতে ৫৮টি ওয়েবসাইট ও লিংক বন্ধের নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।  সকাল থেকেই পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এরপর ওইদিন সন্ধ্যায় সবগুলো সাইট ফের চালুর নির্দেশনা দেয়া হয়। এবার নতুন করে ৫৪টি ওয়েবসাইট ও লিংক বন্ধের নির্দেশনা দিল বিটিআরসি।

আইআইজি সূত্রে জানা গেছে, বিটিআরসি’র নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। সাইটগুলো এরই মধ্যে বন্ধ করা হয়েছে বলে ওই সূত্র জানায়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status