অনলাইন

ব্যাংক খাতে দুর্নীতি

সিপিডির গবেষণা প্রসঙ্গে অর্থমন্ত্রী ‘রাবিশ, জাস্ট রাবিশ’

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৩:৪০ পূর্বাহ্ন

ব্যাংক খাতে দুর্নীতি প্রসঙ্গে সিপিডির বক্তব্যকে ‘রাবিশ, জাস্ট রাবিশ’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মন্ত্রী মঙ্গলবার দুপুরে সিলেটে নৌকার পক্ষে প্রচারনা শুরুর পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী আরো বলেন- ‘এই নির্বাচনের যে হাওয়াটা সেটা আওয়ামী লীগের পক্ষে।’  

এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে সিলেট-১ আসনের নৌকার প্রার্থী ড. একে আব্দুল মোমেন, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ‘বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী’ শীর্ষক এক সেমিনারে বলা হয়, অনিয়ম ও দুর্নীতির কারণে গেল এক দশকে ব্যাংক থেকে সাড়ে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট হয়েছে। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি ১৪টি ব্যাংকের মাধ্যমে এসব অর্থ খোয়া গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status