খেলা

তামিম-মুশফিকের অর্ধশতক

স্পোর্টস ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৩:২১ পূর্বাহ্ন

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের তৃতীয় উইকেট জুটি থামলো ১১১ রানে। ২৪তম ওভারে দেবেন্দ্র বিশুর বলে ডিপ মিডউইকেটে সীমানার প্রান্তে কেমার রোচের তালুবন্দি হন তামিম। দলীয় ১২৫ রানের মাথায় আউট হওয়ার আগে ৬৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তাতে ছিল ৪টি চার ও ১টি ছয়ের মার। ওয়ানডেতে তামিমের এটি ৪৩তম ফিফটি। অর্ধশতক পেয়েছেন মুশফিকও। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ২৭তম ওভারে দলীয় ১৩২ রানে ওশান টমাসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক। মুশফিকের এটি ৩২তম ওয়ানডে অর্ধশতক। ৮০ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। ওশানের দ্বিতীয় শিকার এটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। ২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৭/৩। সাকিব আল হাসান ৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ ২ রানে ব্যাট করছেন। শুরুতেই ক্যারিবীয় তরুণ পেসার ওশান টমাসের পেস তোপে পড়তে হয়। ইনিংসের দ্বিতীয় ওভারে টমাসের ইয়র্কার লেংথের বলে গোড়ালিতে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন দাস (৫)। নিজের পরের ওভারেই ইমরুলকে কায়েসকে (০) উইকেটের পেছনে ক্যাচবন্দি করেন টমাস। দলীয় ১৪ রানে ইমরুলকে হারানোর পরই শতরানের দুর্দান্ত জুটি গড়েন তামিম ইকবাল ও মুশফিকুর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদশ। উইন্ডিজ দলে পরিবর্তন একটি। অফফর্মে থাকা ওপেনার কাইরন পাওয়েল জায়গায় ডাক পান চন্দ্রপল হেমরাজ। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়ে মাশরাফি-মোস্তাফিজের পেস তোপে ৯ উইকেটে ১৯৫ রান করতে সমর্থ হয় সফরকারীরা। সহজ লক্ষ্যটা ৫ উইকেট ও ৮৯ বল হাতে রেখেই টপকে যায় টাইগাররা। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় উইন্ডিজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status