বাংলারজমিন

সীতাকুণ্ডে আবারো ইসহাক, বোয়ালখালীতে সুফিয়ান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ১০:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ইসহাক চৌধুরীকে আবারো ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনে বিএনপির প্রার্থী হিসেবে আসলাম চৌধুরীর নাম না থাকায় রোববার রাতে আবারো প্রার্থী পরিবর্তন করে বিএনপি। সেই সঙ্গে ঝুলে থাকা চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী আসনে হেভিওয়েট প্রার্থী মোরশেদ খানকে বাদ দিয়ে আবু সুফিয়ানকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের আপিল শুনানিতে মৌখিকভাবে আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এ ঘোষণা শুনে বিএনপির হাইকমান্ড সীতাকুণ্ড আসনে কারাবন্দি আসলামকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করে। এর আগে শুক্রবার রাতে বিএনপি এ আসনে আসলাম চৌধুরীর বড় ভাই ইসহাক চৌধুরীকে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু রোববার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপিলের ফলাফলে দেখা যায় আসলাম চৌধুরীর প্রার্থিতা নামঞ্জুর ঘোষণা করা হয়। এমতাবস্থায় বিএনপি আবার ইসহাক চৌধুরীকেই ধানের শীষের প্রার্থী হিসেবে বহাল রাখে।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের ধানের শীষের প্রার্থিতা নির্ধারণ নিয়েও নানা নাটকীয়তা করেছে বিএনপির হাইকমান্ড। রোববার দিনগত রাতে এ আসনে নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেন দলটির নীতি-নির্ধারকরা। এ আসনে বিএনপির মূল প্রার্থীর তালিকায় ছিলেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম. মোরশেদ খান।
দলীয় একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই মোরশেদ খানকে বাদ দেয়া হয়। তারেক রহমান বিশেষ কারণে মোরশেদ খানের ওপর অসন্তুষ্ট ছিলেন। তাই সুফিয়ানকে বেছে নেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status