শেষের পাতা

ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে ডিজিটাল আইন বাতিল করা হবে: ফখরুল

স্টাফ রিপোর্টার

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ১০:০৫ পূর্বাহ্ন

জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল  করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মির্জা আলমগীর বলেন, আমরা ক্ষমতায় গেলে অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হবে।

তিনি বলেন, কিছুদিন আগে বেশ কয়েকটি অনলাইন গণমাধ্যম বন্ধ করার সুপারিশ করেছিল। শীর্ষ নিউজ, পরিবর্তন ডটকম, প্রিয় ডটকমসহ সেই গণমাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, গণমাধ্যম যখন সেল্‌ফ সেন্সরশিপ শুরু করে তখন মানুষ ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি ঝুঁকে। কিন্তু আজ সেগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার উপরে ভয়াবহ অত্যাচার চালানো হচ্ছে। তিনি বলেন, ডিজিটালের কথা বলে তারা (সরকার) ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও ৫৭ ধারা করেছে। অনলাইন অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার করা হচ্ছে। এর মাধ্যমে মুক্ত ও স্বাধীন চিন্তার মানুষদের আটক করা হচ্ছে। সব অনলাইন অ্যাকটিভিস্টের মুক্তি দাবি করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status