দেশ বিদেশ

তাবলীগের সাদপন্থিদের ৯ দফা দাবি

স্টাফ রিপোর্টার

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৫৭ পূর্বাহ্ন

তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা করার প্রতিবাদ জানিয়েছে সাদপন্থিরা। তারা বলেছেন, প্রকৃত ঘটনা লুকিয়ে রেখে মূলধারা থেকে বিচ্যুতরাই বিভাজন তৈরি করেছে। এক্ষেত্রে তাবলীগের ঐতিহ্য ও পুরনো প্রথা ভাঙা হয়েছে। তাই বিভাজনকে মেনে নিয়েই তারা ৯ দফা দাবি জানিয়েছেন। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উপস্থান করেছে সাদপন্থিরা। পহেলা ডিসেম্বর টঙ্গীর ময়দানে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত সত্য উদঘাটন ও সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাদপন্থি তাবলীগের মুরব্বি মাওলানা খালিদ ইকবাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, ওই দিনের ঘটে যাওয়া ঘটনাটি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। তবে প্রকৃত ঘটনা গণমাধ্যমের কারণে উঠে এসেছে। সেখানে কারা হামলা করেছিল। আমরা এরকম কিছু চাইনি। তবুও সংঘর্ষ হয়েছে। আমরা চেষ্টা করেছি সবাইকে নিরাপদে ফিরিয়ে দেয়ার। তিনি বলেন, ঘটনার পরও বিভিন্ন স্থানে আলেম ও তাদের স্ত্রী স্বজনদের ওপর হামলা হয়েছে। সবচেয়ে ঘৃণার ঘটনা হচ্ছে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের করেছেন মাওলানা আব্দুল ওহাব। মামলায় আনিসুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি ঘটনার সময় দেশেই ছিলেন না। এর দ্বারা প্রমাণ হয় তাদের উদ্দেশ্য সুদূরপ্রসারি। মাওলানা খালিদ ইকবাল বলেন, বিদেশি মেহমানদের হেনস্তা ও পাসপোর্ট আটকে রেখে দেশে ফিরতে বাধা দেয়া, মিথ্যা গুজব ও তথ্য দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। যা মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা। মুরব্বিদের বাইরে রেখে দুই মাস ধরে পেশিশক্তির বলে টঙ্গী ইজতেমা ময়দান দখলের চেষ্টায় ছিল তারা। তাবলীগে কেন এই বিভাজন- এমন প্রশ্নে তিনি বলেন, কারো মিষ্টি কথায় বিশ্বাস করার কোনো কারণ নেই। মনগড়া ও বানোয়াট কথা বলে তারাই বিভাজন তৈরি করেছে।
৯ দফা দাবি: ১. পহেলা ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে তাবলীগের উভয়পক্ষের উপস্থিতিতে নেয়া স্বরাষ্ট্রামন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী মাঠের পুরো নিয়ন্ত্রণ সরকারের হাতে নিতে হবে। ২. নির্বাচনের পর উভয়পক্ষের সঙ্গে পরামর্শ করে টঙ্গী মাঠ ব্যবহারের সিদ্ধান্ত নিতে হবে। ৩. একইভাবে কাকরাইল মসজিদে পক্ষদ্বয়ের অবস্থান ও ব্যবহার সমতাভিত্তিতে নিশ্চিত করতে হবে। ৪. এক পক্ষ কাকরাইলে থাকলে অন্য পক্ষকে টঙ্গীর ময়দান পরিচালনার ও ব্যবহারের সুযোগ করে দিতে হবে। ৫. বিভিন্ন জেলার বিভিন্ন মসজিদে বা এলাকায় একপক্ষ অন্যপক্ষকে তাবলীগের কাজে বাধা দিতে পারবে না। বাধা দিলে প্রশাসন ব্যবস্থা নেবে। ৬. মাদরাসা শিক্ষার্থীদেরকে তাবলীগের কাজে বাধা দেয়া বা রাজনীতিতে সম্পৃক্ত করা যাবে না। ৭. দারুল উলুম দেওবন্দ অধ্যক্ষ মুফতি আবুল কাসেম নোমানী এবং শিক্ষক ও পরিচালক হজরত মাওলানা আরশাদ মাদানী উভয়ই বলেছেন, দারুল উলুম দেওবন্দ তাবলীগের অভ্যন্তরীণ বিষয়ে কোনো পক্ষে কথা বলবে না। আমরা চাই আমাদের উলামায়ে কেরামগণও কথায় ও কাজে দারুল উলুম দেওবন্দের সঙ্গে ঐক্যমত্য পোষণ করেন।  ৮. বিদেশি মেহমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৯. আমরা আগের মতোই রাজনীতিমুক্ত তাবলীগ চাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status