অনলাইন

‘দেশ ক্রমশ রক্তপাতের দিকে যাচ্ছে’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:১৮ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের দেশ ছেড়ে বাইরে চলে যেতে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ২৩ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ। সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে নগর বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। অলি আহমদ বলেন, প্রশাসন আমাদের কাছে কমিটমেন্ট করেছিল নির্বাচনকালে নিরপেক্ষ থাকবে। কিন্তু এরপর থেকে আমাদের টেলিফোনও রিসিভ করছে না।

তাদের ভেতরও একটা আতঙ্ক কাজ করছে। আমরা যারা প্রার্থী আছি তারা যদি রিটার্নিং কর্মকর্তা কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে না পারি, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলতে না পারি তাহলে সমস্যাগুলোর প্রতিকার কোথায় পাবো? তিনি বলেন, আপনারা আমাদের শত্রু না। সরকারেরও বন্ধু না। আপনারা জনগণের বন্ধু। দেশের মানুষের বন্ধু। সে হিসেবে সবাই যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করুন। ঘরে ঘরে গিয়ে ভয় দেখানো, মিথ্যা মামলায় জড়িয়ে কষ্ট দেওয়া এটা আপনাদের কাজ হতে পারে না। আমি বহুবার বলেছি, দেশ ক্রমশ রক্তপাতের দিকে যাচ্ছে। আমি আবার বলছি, নির্দ্বিধায় বলছি এর জন্য দায়ী সরকার। সরকার জনগণকে রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাচ্ছি সুষ্ঠু নির্বাচন, আমরা চাই শান্তি। সরকার চাচ্ছে অশান্তি। আমরা বহুবার প্রেস কনফারেন্স করে বলেছি, আমরা কোন অশান্তি চাই না।

কর্নেল অলি প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, ২০ দলীয় জোট কিংবা জাতীয় ঐক্যফ্রন্ট কারো শত্রু না। আমরা নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে চাই। কিন্তু সেটা হচ্ছে না, সেই পরিবেশ তৈরি হচ্ছে না। প্রশাসন নিজ থেকে নানা ঘটনা ঘটিয়ে গণহারে গ্রেপ্তার করছে। অজ্ঞাতনামা উল্লেখ করে অসংখ্য নেতাকর্মীকে কারাগারে পাঠাচ্ছে। যখন জামিনের সময় হয় তখন আরেকটা মামলা দিচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনার দায়িত্ব রয়েছে দেশের প্রতি। সুষ্ঠু নির্বাচন উপহার দিন। কেউ চিরদিন বেঁচে থাকবে না। আমাদের সবাইকে একটা সময় বিদায় নিতে হবে। সে বিদায়টা যেন সম্মানজনক হয়। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান, জাফরুল ইসলাম চৌধুরী, সৈয়দ ইব্রাহীম বীরপ্রতীক, আবু সুফিয়ান, মীরসরাই আসনের বিএনপির প্রার্থী নুরুল আমিন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, আনোয়ারা আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজাম ও পটিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামসহ ধানের শীষের প্রার্থীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব আমরা। তবে রাষ্ট্রীয় সন্ত্রাসকে কখনো মেনে নেয়া যাবে না। নাগরিক অধিকার নিশ্চিত করতে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য নাগরিক দায়িত্ব পালন করুন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বেগম জিয়া অনেক সংগ্রাম করছেন। যার কারণে তিনি আজ কারাগারে। নির্বাচন করার মতো কোন পরিবেশ দেশে এখনো নেই। বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালটের মাধ্যমে সরকারকে বিদায় করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে জনগণ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status