এক্সক্লুসিভ

মরবো তবুও ভোটকেন্দ্র ছাড়বো না: এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

এবারের নির্বাচন-বাঁচা মরার নির্বাচন, হয় মরবো না হয় বাঁচবো তবুও কেন্দ্র ছেড়ে যাবো না। কেন্দ্র ছাড়বে না বিএনপি-কেন্দ্র ছাড়বে না ধানের শীষ। শেখ হাসিনার রক্তচক্ষুকে ভয় করে না ঐক্যফ্রন্ট। যত বাধাই আসুক এবারের নির্বাচনে পিছপা হবে না বিএনপি। প্রতীক বরাদ্দের পর লক্ষ্মীপুর সদর আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গতকাল সোমবার দুপুরে নিজ বাসভবনের সামনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মতবিনিময় সভায় তিনি আরো জানান, হামলা-মামলা ও প্রশাসনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন সামনে যাওয়ার কোনো বিকল্প নেই। রক্তচক্ষু দেখিয়ে কোনো লাভ নেই। তিনি এ সময় প্রশাসনকে উদ্দেশ্য করে আরো বলেন, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন না দয়া করে। সব দলকে সমানভাবে দেখতে হবে। কারো কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিএনপি দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে, মামলা দিয়ে হয়রানি করবেন না। উপজেলা বিএনপি’র সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট সৈয়দ মো. সামছুল ইসলাম, জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম খান, নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ। এ সময় জেলা-উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের সময় জেলার চারটি আসনের আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের শ’ শ’ নেতাকর্মী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ভিড় করেন। এদিকে লক্ষ্মীপুর সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী একেএম শাহজাহান কামাল প্রতীক পাওয়ার পর পরই চন্দ্রগঞ্জ-জকসিন-মান্দারী ও উত্তর স্টেশনসহ জেলা সদরে গণসংযোগে শুরু করেছেন। পাশাপাশি ও অন্য তিন আসনেও মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্টসহ অন্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status