খেলা

কোপা লিবার্তোদোরেস ফাইনালে তারকা মেলা

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৪:২৮ পূর্বাহ্ন

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তাদোরেসের শিরোপা নির্ধারণী ম্যাচ হয়ে গেল রিয়াল মাদ্রিদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে। আর গ্যালারিতে ছিল তারকার ছড়াছড়ি। ইউরোপে খেলেন আর্জেন্টিনার অনেক তারকা ফুটবলার উপভোগ করেন বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের মধ্যকার ফাইনালের দ্বিতীয় লেগের লড়াই। সবচেয়ে বড় নাম বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-১ গোলের জয় কুড়ায় রিভারপ্লেট। বোকা জুনিয়র্সের মাঠে প্রথম লেগ শেষ হয় ২-২ সমতায়। ‘সুপারক্লাসিকো’র আমেজ নিতে ‘তারকার হাট’ বসে বার্নাব্যুতে। রিয়ালের সঙ্গে বার্সার বৈরিতাকে পাশে রেখে বড় ছেলে থিয়াগো নিয়ে নিজ দেশের দুই সেরা ক্লাবের খেলা দেখতে আসেন মেসি। ভিআইপি বক্সে মেসির ক্লাব সতীর্থ জেরার্ড পিকে, জর্দি আলবা, আরতুরো ভিদাল, সার্জিও বুসকেটসরাও ছিলেন। ক্লাব ছেড়ে চলে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো আমন্ত্রণ জানিয়েছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু মেসি-রোনালদোর একসঙ্গে বসে ম্যাচ উপভোগের দৃশ্য দেখা হয়নি। রোনালদো না গেলেও জুভেন্টাসের অনেক খেলোয়াড় এই ম্যাচ দেখার সুযোগ হারাননি। জর্জিও কিয়েলিনি, লিওনার্দো বোনুচ্চি, পাওলো দিবালা, মাত্তিয়া ডি শিলিও, রদ্রিগো বেনতাকুর একসঙ্গে বসে ম্যাচ দেখেন। নিজের খেলোয়াড়দের নিয়ে ম্যাচ দেখতে চলে এসেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনেও। কোচের সঙ্গে বার্নাব্যুতে এসেছিলেন আন্তোয়াইন গ্রিজমান, দিয়েগো গডিন, স্টেফান সাভিচ, হোসে জিমেনেজ, ফিলিপে লুইস, থমাস লেমার, অ্যানহেল কোরেয়ার া। গ্রিজমান তো আবার এক কাঠি সরেস। গায়ে চাপিয়েছিলেন বোকা জুনিয়র্সের জার্সি, যদিও ম্যাচশেষে হতাশা নিয়েই ফিরতে হয় বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ তারকাকে। ইন্টার মিলানের মাউরি ইকার্দির সঙ্গে ছিলেন ক্লাবের সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি হাভিয়ের জানেত্তি, এস্তেবান ক্যাম্বিয়াসো, ওয়েসলি ¯েœইডার। আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেনফিকার নিকো গাইতান, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কোস রোহো, ওয়েস্ট হ্যামের ম্যানুয়েল লানজিনি, ভিয়ারিয়ালের রামিরো ফুনেস মোরি, মার্শেইয়ের লুকাস ওকাম্পোস প্রমুখ। ছিলেন বায়ার্নের কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। আর্জেন্টিনার জাতীয় দলের বর্তমান কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়াকেও দেখা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status