প্রথম পাতা

পেট্রোলবোমার পাশাপাশি লগি-বৈঠা, ব্যাংক লুট বাকস্বাধীনতা হরণের কথাও তুলে ধরা যেতো

স্টাফ রিপোর্টার

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ১০:৩৯ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নূর এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘দহন’ সিনেমায় শুধু রাজনীতির পেট্রোলবোমার বিষয়টি তুলে ধরা হলো। লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারা, শেয়ারবাজার, ব্যাংক থেকে জনগণের হাজার হাজার কোটি টাকা লুট, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, হলমার্ক-ডেসটিনি, রাজনৈতিক বিবেচনায় দেয়া হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপি, গুম-খুন, আইন করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ, গণতন্ত্রকে সংকুচিত করা, বাকস্বাধীনতা হরণ, যৌক্তিক, ন্যায়সঙ্গত ও সাংবিধানিক অধিকারের দাবিতে করা আন্দোলন দমাতে রাষ্ট্রীয় বর্বরতা, সচেতন মানুষ ও সাধারণ শিক্ষার্থীদের মিথ্যা মামলায় জেল-রিমান্ড, নির্যাতন-নিপীড়ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক লেজুড়বৃত্তি, নোংরা রাজনীতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেহালদশা, রাজনৈতিক কর্মসূচির বিনিময়ে হলে থাকার সিট এরকম ২/৪টি ঘটনাকেও কানেক্ট করে তুলে ধরা যেত। কিন্তু সমস্যা হচ্ছে সবাই উপরতলাকে খুশি রেখে কাজ করতে চায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status