বাংলারজমিন

নরসিংদী-৫

বিএনপির টিকিট পেলেন আশরাফ উদ্দিন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার সন্ধ্যায় তার হাতে চূড়ান্ত মনোনয়নপত্রের চিঠি তুলে দেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার খবরটি রায়পুরায় পৌছলে দলের তৃণমূলের নেতাকর্মীরা  মিষ্টি বিতরণ করেন।   
ছাত্রদলের সাথে সম্পৃক্ত হয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা আশরাফ উদ্দিন বকুল ধানমন্ডি থানা বিএনপির সাবেক সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করেন। এছাড়াও পেশাজীবী সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। বিএনপির ক্লান্তিলগ্নে আন্দোলন সংগ্রামে রাজপথে এবং টেলিভিশনে টকশো রাজনীতি ব্যাপক আলোচিত ভূমিকা রেখেছেন বকুল। নির্বাচনের পূর্বপ্রস্তুতি হিসেবে তিনি প্রতিটি কেন্দ্র ও তৃণমূল নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। যা নির্বাচনে সফলতা আনবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। বিগত সময়ে বকুল এলাকায় বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠান, ধর্মীয় উৎসবে যোগ দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। তিনি নদী ভাঙনসহ যে কোন দুর্যোগ মুহূর্তে এলাকাবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু। ১৯৯৬ থেকে টানা ২২ বছর ধরে তিনি পর পর ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। আশরাফ উদ্দিন বকুল বলেন, এ নির্বাচন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে এ আসনে আমাদের জয় সুনিশ্চিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status