খেলা

মোস্তাফিজের ফেরা

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:১৩ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে মাত্র ২ উইকেট পান মোস্তাফিজুর রহমান। সিরিজ নিশ্চিত হওয়ায় তৃতীয় ম্যাচে ছিলেন বিশ্রামে। আর বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে একাদশে ফিরেই জ্বলে ওঠেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নেন এই বাঁহাতি পেসার। নিজের প্রথম ৭ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। আর তিন ওভারের শেষ স্পেলে ৮ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন। শেষ দুই ওভারে ৪ রান খরচায় ৩ উইকেট পূর্ণ করেন। মোস্তাফিজ ওয়ানডেতে সবশেষ ৩ বা তার বেশি উইকেট পান গত সেপ্টেম্বরে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে। সে ম্যাচে ৪ উইকেটের নৈপুণ্য দেখান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে শুরুর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ছিলেন মোস্তাফিজ। তবে স্পিনারদের দাপটে দুই ইনিংস মিলিয়ে বোলিং করেন মাত্র ৪ ওভার। গতকাল ৪৬তম ওভারে মোস্তাফিজ যখন বোলিংয়ে আসেন উইন্ডিজের সংগ্রহ ছিল ১৫৮/৬। ওই ওভারে ৪ রান দেন মোস্তাফিজ। ৪৮তম ওভারে ২ রান দিয়ে রোস্টন চেজের (৩২) উইকেট নেন। ওভারের দ্বিতীয় বলে স্কয়ার লেগের ওপর দিয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে মেহেদী হাসান মিরাজের তালুবন্দি হন চেজ। নিজের দশম ওভারে ২ রান খরচায় ২ উইকেট পান মোস্তাফিজ। ইনিংসের ৫০তম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজের কাটারে মিরাজের হাতে ক্যাচ দেন কিমো পল (৩৬)। আর চতুর্থ ডেলিভারির স্লোয়ারে দেবেন্দ্র বিশুকে (০) ফিরতি ক্যাচ বানান মোস্তাফিজ। তার বোলিং ফিগার দাঁড়ায় ১০-০-৩৫-৩। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ২৩ বছর বয়সী মোস্তাফিজ। ৩৮ ম্যাচে তার উইকেটসংখ্যা দাঁড়ালো ৭১টি। পাঁচ উইকেট নিয়েছেন তিনবার। সেরা বোলিং ফিগার ৬/৪৩।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status