খেলা

ম্যানসিটিকে থামালো চেলসি

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:১৩ পূর্বাহ্ন

ম্যাচের প্রায় বেশির ভাগ সময় বল পায়ে আধিপত্য দেখালো ম্যানচেস্টার সিটি। আর ম্যাচ শেষে জয়ের হাসি হাসলো চেলসি। ম্যাচের ফলাফল দেখে ম্যানসিটির দাপট বোঝা যাবে না যদিও। রোববার নিজ মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দুর্দান্ত ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলের জয় কুড়ায় ব্লুরা। আর ইংলিশ প্রিমিয়ার লীগে মৌসুমের প্রথম হার দেখেও শিষ্যদের প্রশংসায় ভাসান ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। প্রতিযোগিতায় ম্যানসিটির টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থামে। প্রিমিয়ার লীগে আগের ১৪টি অ্যাওয়ে ম্যাচেই অপরাজিত ছিল সিটিজেনরা। প্রিমিয়ার লীগে এ নিয়ে চেলসির বিপক্ষে তিন ম্যাচ হারলেন ম্যানসিটির স্প্যানিয়ার্ড কোচ গার্দিওলা। কোচ হিসেবে অন্য যে কোনো দলের চেয়ে বেশি। চেলসির মাঠে হেরে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া করে বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার মোহাম্মদ সালাহ্‌র হ্যাটট্রিকে স্বাগতিক বোর্নমাউথকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে আসে লিভারপুল। আর ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ৭-এ নামিয়ে আনলো চেলসি। ঘুরে দাঁড়ানোর ম্যাচে উড়ন্ত ম্যানসিটিকে হারিয়ে মধুর প্রতিশোধই নেয় মাউরিজিও সারির দল। চেলসির হয়ে গোল দু’টি করেন এনগোলো কান্তে ও ডেভিড লুইজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানসিটির বিপক্ষে আগের তিন ম্যাচেই হারের অভিজ্ঞতা নেয় চেলসি। প্রিমিয়ার লীগের এবারের আসরে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হঠাৎই ছন্দপতন হয় চেলসি। সবশেষ তিন ম্যাচের দুইটিতে হার দেখে মাউরিজিও সারির দল। ম্যানসিটির বিপক্ষে প্রথমার্ধের ৪৫ মিনিটে প্রথম অনটার্গেটে শট নিয়েই লিড নেয় স্বাগতিকরা। নিজ মাঠে ২০০৬-০৭ মৌসুমের পর লীগ ম্যাচে চেলসির অনটার্গেটে শট নেয়ার দীর্ঘ অপেক্ষা এটি। কাউন্টার অ্যাটাকে ডি-বক্সের প্রান্তে ইডেন হ্যাজার্ডের বাড়ানো বল দৌড়ে এসে জোরালো প্লেসিং শট নেন ফ্রেঞ্চ মিডফিল্ডার কান্তে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া ম্যানসিটি ৭৮ মিনিটে উল্টো আরেকটি গোল হজম করে। কর্নার থেকে চমৎকার হেডে স্কোরলাইন ২-০ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইজ। পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেলেও গোলের মুখ খুলতে পারেনি সানে-সারলিংরা। ইনজুরির কারণে সার্জিও আগুয়েরো না থাকায় রাহিম স্টারলিংকে সেন্ট্রাল স্ট্রাইকার রেখে একাদশ সাজান গার্দিওলা। নব্বই মিনিটই মাঠে ছিলেন ইংলিশ উইঙ্গার। ৬১% বল দখলে রেখে ১৪টি শট নেয় ম্যানসিটি। কিন্তু অনটার্গেটে ছিল মাত্র ৪টি শট। ইডেন হ্যাজার্ডদের ৮ শটের ৫টি ছিল অনটার্গেটে। প্রিমিয়ার লীগে নিজ মাঠে এ নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকে চেলসি (৭ জয়, ৫ ড্র)। প্রিমিয়ার লীগে ম্যানসিটির সবশেষ হারের স্মৃতি ছিল গত এপ্রিলে নিজ মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে (৩-২)। রোববার ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘দ্বিতীয়ার্ধের ৮ থেকে ১০ মিনিট চেলসি আমাদের চেয়ে এগিয়ে ছিল। এছাড়া পুরো ম্যাচেই আমরা দুর্দান্ত খেলেছি। কোচ হিসেবে আমার দলের খেলোয়াড়দের পারফরম্যান্স দেখা আনন্দের। আমরা মাথা উঁচুতেই রাখছি। গোলের অনেক সুযোগ তৈরি হলেও সাফল্য আসেনি। আমার কোনো অনুতাপ নেই। তারা ৪৫ মিনিটে একটি সুযোগ পায় এবং আমরা গোল হজম করি। মাঝেমধ্যে এমনটা হয়। এটা আমাদের জন্য একটা ভালো শিক্ষা।’ উচ্ছ্বসিত চেলসির ইতালিয়ান কোচ সারি বলেন, ‘গার্দিওলার দলের বিপক্ষে জেতা কঠিন। খেলোয়াড়দের মানসিকতা নিয়ে আমি খুবই খুশি। পয়েন্ট ব্যবধান কমানোর জন্য আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।’ড্র করলেই শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারতো ম্যানসিটি। পয়েন্ট তালিকায় অপরাজিত আছে কেবল লিভারপুল। ১৬ ম্যাচ শেষে লিভারপুল ও ম্যানসিটির পয়েন্ট যথাক্রমে ৪২, ৪১। ৩৬ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম। চতুর্থ স্থানে চেলসি। চেলসির সমান ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল। পিছিয়ে গেলেও শিরোপা দৌড়ে লিভারপুলকে ফেভারিট ভাবছেন না গার্দিওলা। অপরাজিত থাকতে না পারার বিষয়েও কথা বলেন তিনি। গার্দিওলা বলেন, ‘১ পয়েন্টের জন্য? কেন? একদিন আগেও তো আমরা ফেভারিট ছিলাম। ২৪ ঘণ্টার মধ্যেই তা পরিবর্তন হয়ে গেছে। আমরা ২০০৪ সালে আর্সেনালের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তির পুনরাবৃত্তি টানতে পারবো না। আমরা এখানে অপরাজিত থাকতে আসিনি। চ্যাম্পিয়ন হতে চাই।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status