খেলা

শেষ দিনে অজিদের অগ্নিপরীক্ষা

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:১২ পূর্বাহ্ন

মোহাম্মদ শামি

অ্যাডিলেড ওভালে টেস্টে দুইশ’ বা তার বেশি রান তাড়া করে মাত্র একবার জয়ের স্মৃতি রয়েছে অস্ট্রেলিয়ার। সেটি ১১৬ বছর আগের কথা। এই মাঠে আরেকটি কঠিন পরীক্ষার সামনে অজিরা। অ্যাডিলেডে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের জয়ের জন্য ৩২৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে দারুণ শুরুতে চোখ রাখছে টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে কোনো দলই টেস্টে এতো রান তাড়া করে জিততে পারেনি। গতকাল ১০৪/৪ সংগ্রহ নিয়ে চতুর্থ দিন শেষ করে টিম পেইনের দল। শন মার্শ ৩১ ও ট্রাভিস হেড ব্যক্তিগত ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আজ পঞ্চম ও শেষদিনে জয়ের জন্য আরো ২১৯ রান করতে হবে। ভারতের চাই ৬ উইকেট। টেস্টে সর্বোচ্চ ৩৬৯ রান তাড়া করে জয়ের কীর্তি রয়েছে অস্ট্রেলিয়ার (১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে হোবার্ট টেস্টে)। আর অ্যাডিলেডে অজিদের সবচেয়ে বড় জয়টি আসে ১৯০২ সালে পাকিস্তানের বিপক্ষে ৩১৫ রান তাড়া করে। গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫১/৩ সংগ্রহ নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে ভারত। চতুর্থ উইকেটে চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের জুটিতে আসে ৮৭ রান। প্রথম ইনিংসের লড়াকু সেঞ্চুরিয়ান পূজারা ৭১ ও দলকে তিনশ’ পার করিয়ে আউট হন রাহানে (৭০)। দুইজনকেই ফেরান অফস্পিনার নাথান লায়ন। ১০৬.৫ ওভারে ৩০৭ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস। রোহিত শর্মা ১, ঋশভ পন্ত ২৮, রবিচন্দ্রন অশ্বিন ৫ রান করে আউট হন। আগের দিন ওপেনার লোকেশ রাহুল ৪৪ রান করেন। বল হাতে ৪২ ওভারে ১২২ রানের বিনিময়ে ৬ উইকেট নেন লায়ন। শুরুটা করেন দ্বিতীয় দিনে বিরাট কোহলির (৩৪) উইকেট দিয়ে। তিন উইকেট নেন পেসার মিচেল স্টার্ক। অন্যটি মুরালি বিজয়কে (১৮) ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেয়া জস হ্যাজলউডের। হাতে সাড়ে চার সেশন নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৪৪ রানে দুই ওপেনারকে হারায় তারা। অ্যারন ফিঞ্চকে (১১) রবিচন্দ্রন অশ্বিন ও অভিষিক্ত মার্কাস হ্যারিসকে (২৬) ফেরান পেসার মোহাম্মদ শামি। এরপর যথাক্রমে উসমান খাজা (৮) আর পিটার হ্যান্ডসকম্বের (১৪) উইকেটও ভাগাভাগি করেন তারা। প্রথম ইনিংসে ১৫ রানের লিড পায় ভারত। পূজারার ১২৩ রানের (রানআউট) ইনিংসে ভর করে ২৫০ রানের পুঁজি পায় সফরকারীরা। আর ট্রাভিস হেডের ৭২ রানের ধৈর্যশীল ইনিংসে ২৩৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট
টস: ভারত (ব্যাটিং)
ভারত: ২৫০ ও ৩০৭
অস্ট্রেলিয়া: ২৩৫ ও ৪৯ ওভারে ১০৪/৪
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status