খেলা

বাংলাদেশ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:১১ পূর্বাহ্ন

সৌহার্দ্যের মাস্টার্স অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল পশ্চিমবঙ্গের অশোকনগর স্টেডিয়ামে শেষ হওয়া দু’দিনব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশ ৩৩টি স্বর্ণ, আটটি রুপা ও চারটি ব্রোঞ্জপদক জিতে সেরা হয়। বাংলাদেশ থেকে ৩৫ জন সাবেক অ্যাথলেট গেলেও পশ্চিমবঙ্গের হয়ে খেলেছেন বিভিন্ন রাজ্যের প্রায় একশ জন। রোববার পশ্চিমবঙ্গ থেকে মাস্টার্স অ্যাথলেটিকসের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, ‘টুর্নামেন্টে আমরা আরো পদক জিততে পারতাম। কিন্তু একজন তিনটির বেশি ইভেন্টে অংশ নিতে পারবে না- এমন নিয়মের বেড়াজালে আটকে পড়েছিলাম। তা ছাড়া ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যের দল নিয়ে পশ্চিমবঙ্গ মাস্টার্স অ্যাথলেটিকস দল গঠন করেছে স্বাগতিকরা।’
বিজয় দিবস কাবাডি
স্পোর্টস রিপোর্টার: সাতটি পুরুষ ও চারটি নারী দলের অংশগ্রহণে আজ শুরু হচ্ছে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা। ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টর দলগুলো হলো- পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, জেল ও ফায়ার সার্ভিস এবং নারী বিভাগে বাংলাদেশ আনসার, পুলিশ, নড়াইল ও গোপালগঞ্জ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিকাল চারটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status