বাংলারজমিন

হবিগঞ্জ-৪

ঐক্যফ্রন্ট প্রার্থী কাদের বাচ্চুকে অবাঞ্ছিত ঘোষণা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী খেলাফত মসলিশের মহাসচিব আহামদ আব্দুল কাদের বাচ্চুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও সব অঙ্গসংগঠন। কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলকে প্রার্থী ঘোষণার দাবি জানান। অন্যথায় গণপদত্যাগের ঘোষণা দেন। গতকাল সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং সব অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেয়া হয়। উপজেলা বিএনপি সভাপতি ওমর আলী খাঁনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি, মো. মাসুক রহমান, গোলাপ খান, উপজেলা বিএনপির সহসভাপতি আরজু মিয়া মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, যুবদলের সভাপতি এনায়েতউল্লাহ, সাধারণ সম্পাদক কবির চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মো. সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুর রহমান, ছাত্রদলের সভাপতি ইকরাম মির্জা, সাধারণ সম্পাদক মারুফ মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলমগীর কবিরসহ প্রতিটি ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। বক্তারা ঐক্যফ্রন্ট প্রার্থী আহামদ আব্দুল কাদের বাচ্চুকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন জনবিচ্ছিন্ন ও এলাকায় অপরিচিত এক লোককে মনোনয়ন দেয়া হয়েছে। অপরদিকে সৈয়দ মো. ফয়সল দীর্ঘদিন যাবৎ মাঠে থেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। ত্যাগী এই নেতাকে মনোনয়ন না দেয়ায় দলীয় নেতাকর্মীদের মনে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাদের বাচ্চুকে অবাঞ্ছিত ঘোষণা ও গণপদত্যাগের ঘোষণা দেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status