ইলেকশন কর্নার

মানিকগঞ্জ-৩

ধানের শীষের প্রার্থী রিতা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:০০ পূর্বাহ্ন

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত  হেভিওয়েট প্রার্থী আফরোজা খান রিতার হাতে শনিবার রাত সোয়া ১০টার দিকে দলীয় চূড়ান্ত মনোনয়নপত্রের চিঠি তুলে দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আফরোজা খান রিতার মনোনয়ন বাতিল চেয়ে সোনালী ব্যাংক এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন নির্বাচন কমিশনে পৃথক দুইটি আপিল করেন। দুটি আপিলই নির্বাচন কমিশন খারিজ করে আফরোজা খান রিতাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। জানা গেছে, গত ২রা ডিসেম্বর মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে আফরোজা খান রিতার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। তারপরও সোনালী ব্যাংক এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী নির্বাচন কমিশনে আফরোজা খান রিতার মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেন। শনিবার আপিলের সেই শুনানি অনুষ্ঠিত হয়। বেলা ১২টার দিকে ব্যাংকের কর্তৃপক্ষের করা আপিল খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এরপর একই দিন সন্ধ্যায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর অভিযোগের আপিলও নির্বাচন কমিশন খারিজ করে দেয়।
নির্বাচন কমিশনে দুটি অভিযোগ খারিজ করে দেয়ায় আফরোজা খান রিতার আর নির্বাচনে কোনো বাধা রইলো না। মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা বলেন, আমার মনোনয়নপত্র বাতিলের জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত কোনো ষড়যন্ত্রই আমার পথের বাধা হয়ে দাঁড়াতে পারে নি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status