অনলাইন

জোটের ২৫ প্রার্থীর জন্য ধানের শীষ প্রতীক চেয়ে বিএনপির চিঠি

স্টাফ রিপোর্টার

৯ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৫:৫৯ পূর্বাহ্ন

২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নিবন্ধিত আট দলের ২৫ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। রোববার বিকাল সাড়ে ৩টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এই তালিকাটি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেন দলটির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আট দলের ২৫ প্রার্থী ধানের শীষ প্রতীকে লড়বেন। এদের অনুকূলে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে ওই চিঠিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে বিএনপি। গণফোরাম থেকে মোট সাতটি আসনে প্রার্থী দেয়া হয়েছে। প্রার্থীরা হলেন- কুড়িগ্রাম-২ আমসাআ আমিন, পাবনা-১ অধ্যাপক আবু সাইয়িদ, ময়মনসিংহ-৮ এইচ এন খালেকুজ্জামান, ঢাকা-৬ সুব্রত চৌধুরী, ঢাকা-৭ মোস্তফা মহসীন মন্টু, মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া।

এলডিপির জন্য বরাদ্দ চারটি আসনের মধ্যে ময়মননিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোরশেদ, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনে মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও চট্টগ্রাম-৭ আসনে মোহাম্মদ নুরুল আলম। এছাড়া দলের সভাপতি কর্নেল অব. অলি আহমেদ বীর বিক্রম জোটের হয়ে লড়বেন দলীয় প্রতীকে।

আ স ম আবদুর রবের জেএসডিকে দেয়া হয়েছে চারটি আসন। এগুলো হলো- কিশোরগঞ্জ-৩ আসনের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ঢাকা-১৮ শহীদ উদ্দিন মাহমুদ, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন এবং লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব।

তিনটি আসনে লড়বে জমিয়তে উলামায়ে ইসলাম। এগুলো হলো- নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন, সুনামগঞ্জ-৩ আসনে মো. শাহীনুর পাশা চৌধুরী ও সিলেট-৫ আসনে উবাইদুল্লাহ ফারুক।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রয়েছেন তিনটি আসনে। এগুলো হলো- টাঙ্গাইল-৪ আসনে মোহাম্মদ লিয়াকত আলী, টাঙ্গাইল-৮ আসনে কুঁড়ি সিদ্দিকী ও গাজীপুর-৩ আসনে ইকবাল সিদ্দীকী। খেলাফত মজলিস দুইটি আসনে প্রার্থী দিচ্ছে। এগুলো হলো-হবিগঞ্জ-২ আসনের আব্দুল বাসিত আজাদ ও হবিগঞ্জ-৪ আসনের আহমদ আব্দুল কাদের।

বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম-৫ আসনে প্রার্থী দিচ্ছে। এই আসনে দাঁড়াচ্ছেন দলটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম।

ঢাকা ১৭ আসনে নির্বাচন করবেন বিজেপির প্রধান আন্দালিব রহমান পার্থ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status