খেলা

মেহেদীর প্রথম শিকার

স্পোর্টস ডেস্ক

৯ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৩:১২ পূর্বাহ্ন

ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন মাশরাফি বিন মর্তুজা। ড্যারেন ব্রাভোর পর শাই হোপের উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। সবশেষ ২৯তম ওভারে শিমরন হেটমায়ারকে (৬) বোল্ড করে উইকেটের খাতায় নাম লেখান অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। দলীয় ৯৩ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ দাঁড়ালো ৯৬/৪। মারলন স্যামুয়েলস ১২ ও রভম্যান পাওয়েল ২ রানে ব্যাট করছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। ২৫তম ওভারে হোপকে (৪৩) নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মাশরাফি। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ক্যাচ তালুবন্দি করেন মেহেদী হাসান মিরাজ। হোপের বিদায়ে দলীয় ৭৮ রানের তৃতীয় উইকেট হারায় ক্যারিবীয়রা। ২১তম ওভারে তামিম ইকবালের দুর্দান্ত ক্যাচে আউট হন দুই বছর পর ওয়ানডে দলে ফেরা ড্যারেন ব্রাভো (১৯)। মাশরাফির কাটারে ঠিকমতো ব্যাট-বলে হয়নি। আর লং-অফে দৌড়ে এসে দৃষ্টিনন্দন ডাইভিং ক্যাচ নেন তামিম। ইনিংসের অষ্টম ওভারে প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। ওপেনার কাইরন পাওয়েলকে (১০) রুবেল হোসেনের ক্যাচবন্দি করেন সাকিব। আর দলীয় ২৯ রানের প্রথম উইকেট খোয়ায় সফরকারীরা। এ ম্যাচে বাংলাদেশ একাদশে পাঁচটি পরিবর্তন আনা হয়। জিম্বাবুয়ে সিরিজে শেষ ওয়ানডে দলে থাকা মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আরিফুল হক বাদ পড়েন। পাঁচজনের পরিবর্তে ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফেরেন তামিম ইকবাল, সাকিব আল হাসান। তাদের সঙ্গে আছেন রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status