অনলাইন

আজও খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

৯ ডিসেম্বর ২০১৮, রবিবার, ১:৫৪ পূর্বাহ্ন

বিএনপির গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আজও বিক্ষোভ করছে দলীয় মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা। এদিকে নেতাকর্মীদের শান্ত থাকতে গতকালের মাতো আজও ভেতর থেকে মাইকিং করা হচ্ছে। কিন্তু সেই ঘোষণার দিকে কর্ণপাত করছেন না বিক্ষোভকারী নেতাকর্মীরা।
এর আগে গতকাল সন্ধ্যায় মনোনয়ন না পাওয়া এহছানুল হক মিলন, তৈমুর আলম খন্দকার ও  সেলিমুজ্জামান সেলিমের অনুসারী কর্মী-সমর্থকেরা গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং কার্যালয় ভাঙচুর করেন। তারা কার্যালয়ে দিকে ইটপাটকেল ছুঁড়ে স্লোগান দেন। তাতে জানালার কাচ ভেঙে যায়। রাতেও তাদের এই বিক্ষোভ চলছিল।
আজ সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেখ আবদুল্লাহ এবং কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সির সমর্থকেরা বিক্ষোভ করতে থাকেন। ‘অবৈধ মনোনয়ন মানি না, মানব না’ বলেও স্লোগান দেন তারা। আবদুল্লাহর প্রায় দুইশ’র মতো সমর্থক গুলশানের কার্যালয়ে এসে বিক্ষোভ শুরু করেন। এছাড়া আজকের বিক্ষোভে শামিল হন কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সির সমর্থকেরা। এই আসেন ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডির আবদুল মালেক রতনকে মনোনয়ন দেয়া হয়।
এদিকে আজ বিক্ষোভ শুরু হওয়ার পর কার্যালয়ের ভেতর থেকে মাইকে ঘোষণা আসে, এখানে বিক্ষোভ করে লাভ নেই। এখান থেকে মনোনয়ন দেয়া হয় না। এ ঘোষণার পর বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status