অনলাইন

হাইকোর্টে রুহুল আমিনের রিট

স্টাফ রিপোর্টার

৯ ডিসেম্বর ২০১৮, রবিবার, ১২:১১ অপরাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন তিনি। রিটের পক্ষে শুনানি করবেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

এদিকে ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র  খেলাপি ঋণের অভিযোগ এনে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন কমিশনে আপিল করেও পটুয়াখালী-১ আসন থেকে প্রার্থিতা ফিরে পাননি তিনি। তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আপিলেও বহাল রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status