বিশ্বজমিন

আম্বানি পরিবারের বিয়েতে ভারতে উৎসবের আমেজ

মানবজমিন ডেস্ক

৯ ডিসেম্বর ২০১৮, রবিবার, ১০:৪৩ পূর্বাহ্ন

ভারতে পরপর দুইটি জমকালো বিয়ের আমেজ এখনো কাটেনি। দীপিকা-রণবীর ও প্রিয়াঙ্কা-নিকের বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা এখনো হয়তো কিছু বাকী আছে। এরই মধ্যে আরেকটি উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে ভারত। তা হলো দেশের সবচেয়ে ধণাঢ্য ব্যক্তি মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে। পাত্র আরেক কোটিপতি ব্যবসায়ীর ছেলে আনন্দ পরিমল। স্বাভাবিকভাবেই ধনাঢ্য পরিবারের এ বিয়ের দোলা লাগবে গোটা ভারতবর্ষে। ইতিমধ্যেই এ বিয়ে ও জমকালো অনুষ্ঠানের চাকচিক্য নিয়ে আলোচনা চলছে ভারতবাসীর মধ্যে। এই বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই ২০১৮ সালের সমাপ্তি টানবে আম্বানি পরিবার। সর্বশেষ ২০০৪ সালে কোন বিয়ে নিয়ে ভারতবাসীর মধ্যে এমন উৎসবের আমেজ দেখা গিয়েছিল। তখন ভারতীয় বংশোদ্ভূত লন্ডনের ব্যবসায়ী লক্ষী মিত্তাল ফ্রান্সে রাজকীয় আয়োজনে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। যাতে মোট খরচ হয় ৫ কোটি ৫০ লাখ ডলার। ধারণা করা হচ্ছে, মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে চাকচিক্য লক্ষী মিত্তালের বিয়ের চেয়ে কোন অংশে কম হবে না। বিয়ের মূল অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে ১২ই ডিসেম্বর। রোববার থেকেই রাজকীয় শহর উদয়পুরে বিয়ের উৎসব শুরু হওয়ার কথা রয়েছে। এই উদয়পুর বিয়ের অনুষ্ঠানের জন্য বেশ বিখ্যাত। ভারতের বিনোদন ম্যাগাজিন ও সেলিব্রেটি ব্লগারদের লেখায় এখন শুধুই আম্বানি পরিবারের বিয়ে। আম্বানি পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন নিয়ে তারিখ ও অনুষ্ঠানসূচি ছাড়া বিস্তারিত কিছু জানানো হয় নি। গোপন সূত্রে যেসব খবর পাওয়া গেছে তাতেই ভারতবাসীর চোখ কপালে উঠেছে। বিয়ের আমন্ত্রণপত্রের প্রতিটি কোনায় কোনায় রয়েছে আভিজাত্যের ছোয়া। এতে অনুষ্ঠানসূচি উল্লেখ করা হয়েছে। কিন্তু কয়েকটি গণমাধ্যম বলছে, আম্বানি পরিবারের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের নাচে-গানে মাতিয়ে রাখবেন বিশ্ববিখ্যাত মার্কিন গায়িকা বেয়োন্সে। কয়েকজন বলিউড তারকারও আম্বানি পরিবারের বিয়ে মাতানোর খবর শোনা যাচ্ছে। বলিউড তারকাদের সঙ্গে আগে থেকেই আম্বানি পরিবারের সখ্যতা রয়েছে। দীপিকা-রণবীর ও প্রিয়াঙ্গা-নিকের বিয়েতে আম্বানি পরিবারের কয়েকজন সদস্যও অংশ নিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status