খেলা

প্রতিশোধ নিতে চায় উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার

৯ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

নিজ মাটিতে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরেছি। তেমনিভাবে এখানে তাদের হারাতে চাই আমরা- প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে এমন হুঙ্কার উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েলের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াচ্ছে আজ। আর গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল বলেন, এটা অবশ্য চ্যালেঞ্জিং। তাদের হোম কন্ডিশনে যেকোনো দলকে মোকাবিলা করা কঠিন। নিজ মাটিতে বাংলাদেশ খুবই ভালো দল। আমরা এ বিষয়ে পুরোপুরি সতর্ক। তারা ক্যারিবিয়ান মাটিতে আমাদেরকে হারিয়েছে এবং এখানে আমরা তাদের বিপক্ষেও একইরকম করতে চাই। চলতি সফরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে উইন্ডিজ। ঘরের মাঠে এর আগে উইন্ডিজের বিপক্ষে কোনো টেস্ট জয়েরও স্মৃতি ছিল না টাইগারদের। তবে, সর্বশেষ টেস্ট সিরিজের মালিন্য মনে রাখতে চায় না ক্যারিবীয়রা। রভম্যান পাওয়েল বলেন, টেস্ট সিরিজের কথা আমরা আর মনে রাখিনি। সাদা বলের ক্রিকেটেই আমাদের পূর্ণ মনোযোগ। দলের প্রত্যেক খেলোয়াড়ই অনুপ্রাণিত এবং আশাবাদী। আশা করি সেরা ফলটাই পাবো আমরা। সর্বশেষ এশিয়া কাপে শীর্ষ দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়াই ফাইনালে খেলার কৃতিত্ব দেখায় বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে নৈপুণ্যে ৩-০তে জিতে নেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ওয়ানডে সিরিজে ফিরেছেন তামিম ইকবালও। উইন্ডিজ অধিনায়ক বলেন, বাংলাদেশের মাটিতে তাদের হারানোর মতো ভালো একটি দল রয়েছে আমাদের। তারা পূর্ণ শক্তির দল পাচ্ছে তবে আমরাও প্রায় পূর্ণ শক্তির দলই পেয়েছি। এটা দারুণ সিরিজ হবে। টেস্ট সিরিজে টাইগার স্পিনারদের বিপক্ষে নাকাল হয় ক্যারিবীয়রা। সিরিজের দুই ম্যাচে উইন্ডিজের পুরো ৪০ উইকেটই ভাগাভাগি করেন বাংলাদেশের চার স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। তবে, ওয়ানডে দলে ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলসের অন্তর্ভূক্তিতে আশা বেড়েছে উইন্ডিজের। অধিনায়ক রভম্যান বলেন, এটা আমাদের জন্য ভালো কথা যে দলে এমন দু’জনকে পাচ্ছি যারা স্পিনের বিপক্ষে দক্ষ এবং তারা অবশ্যই হেটমায়ার, শেই হোপ ও আমার মতো তরুণ খেলোয়াড়দের সঙ্গে ব্যাটিংটা টেনে নেবেন।

ওয়ানডে সিরিজে দু’দলে সমান সম্ভাবনা দেখেন উইন্ডিজ অধিনায়ক। রভম্যান বলেন, এটা সমান। দু’দলেও ভালো স্পিনার, ফাস্ট বোলার ও ব্যাটসম্যান রয়েছে। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে আর প্রত্যেক ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্ত যারা কাজে লাগাতে পারবে তারাই জিতবে। নিজের অধিনায়কত্ব নিয়ে রভম্যান বলেন, অধিনায়কের চ্যালেঞ্জটা ফিল্ডিংকালেই। ব্যাটিংয়ের সময় আমি আর দলের অধিনায়ক নই। আমি কেবলই একজন ব্যাটসম্যান। আর স্যামুয়েলস, ব্রাভো, ব্রাথওয়েটরা মাঠে আমাকে সাহায্য করবেন যাদের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। শিশির নিয়ে চিন্তায় ক্যারিবীয়রাও। রভম্যান বলেন, এখানে এটি বড় ব্যাপার। আমি বিপিএল-এ খেলেছি এবং শিশিরের ব্যাপারটি কাছ থেকে দেখেছি। বিষয়টি আমাদের মাথায় রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status