খেলা

অধিনায়ক রভম্যানকে ‘খড়কুটো’র সঙ্গে তুলনা ক্যারিবীয় গণমাধ্যমের

স্পোর্টস ডেস্ক

৯ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দিচ্ছেন রভম্যান পাওয়েল। কিন্তু এতে খুশি নয় ক্যারিবীয় গণমাধ্যম। রভম্যানের কাঁধে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বভার চাপিয়ে দেয়ার সমালোচনা করেছে ক্যারিবীয় শীর্ষ সংবাদমাধ্যম জ্যামাইকা গ্লিনার।

চোটের কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি উইন্ডিজ দলের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ক্যারিবীয় দলকে নেতৃত্ব দেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। আর রভম্যান পাওয়েলের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ‘অনভিজ্ঞ’ একজন ক্রিকেটারের কাঁধে ওয়ানডে দলের নেতৃত্ব চাপানোর অর্থ খুঁজে পাচ্ছে না ক্যারিবীয় সংবাদমাধ্যম। এ নিয়ে জ্যামাইকা গ্লিনার তাদের প্রতিবেদনে লিখেছে, রভম্যান পাওয়েল আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পায়ের নিচে মাটি খুঁজছেন। তিনি মূলত ব্যাটসম্যান। ওয়ানডেতে ব্যাটিং গড় পঁচিশের কিছু ওপরে। প্রতিভার কিছু ঝলক দেখালেও দলে এখনো ‘অটোমেটিক চয়েজ’ হতে পারেননি। হবেন যে, এমন কোনো প্রত্যাশাও নেই। ভারতের মাঠে সর্বশেষ সিরিজেও তিনি ভালো করতে পারেননি। এ ছাড়া ভালো স্পিন বোলিংয়ের বিপক্ষেও পাওয়েল সেভাবে দাঁড়াতে পারেননি। মানা গেল, এই সমস্যা দলের বাকিদেরও আছে। তাই বলে পাওয়েলের কাঁধে নেতৃত্বভার চাপিয়ে দেয়ার কোনো অর্থ নেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কতটা বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তার প্রমাণ পাওয়েলের কাঁধে নেতৃত্বভার। এ যেন ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা!

মূল লড়াইয়ে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ‘ডাক’ মারেন রভম্যান পাওয়েল। আর ম্যাচে ৩৩১ রানের পুঁজি নিয়েও ডি/এল আইনে ৫১ রানে হার দেখে উইন্ডিজ। ৪১তম ওভার শেষে আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ কের দেন আম্পায়াররা। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৩১৪/৬। গত অক্টোবরে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে রভম্যান পাওয়েলের  সর্বোচ্চ স্কোর ২২। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো বা কার্লোস ব্রাথওয়েটের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের হাতে দলের নেতৃত্ব থাকাটা সঠিক হতো বলে মনে করে ক্যারিবীয় মিডিয়া।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status