খেলা

হাসির খোরাক সেই রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক

৯ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৯:৩২ পূর্বাহ্ন

সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা বেফাঁস কথা বলে সামলোচনা শুনেছেন আগেও। বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালের সাক্ষাতে এক ঘটনায়ও রমিজ রাজার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছিল। এবার তার কথার জন্য ঠাট্টা বিদ্রূপের শিকার হলেন রমিজ রাজা। শুক্রবার আবুধাবি টেস্ট শেষে পুরস্কার বিতরণ মঞ্চের সঞ্চালক হিসেবে উপস্থিত হন এ পাকিস্তানি সাবেক তারকা। ম্যাচে ১২৩ রানে জয় দেখে নিউজিল্যান্ড। এতে পাকিস্তানের হোম সিরিজটি ২-১এ জিতে নেয় কিউইরা। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের এটি ৮৯ বছরে প্রথম অ্যাওয়ে সিরিজ জয়। সর্বশেষ ১৯৬৯-এ পাকিস্তান সফরে টেস্ট সিরিজ জিতেছিল কিউইরা। শুক্রবার আবুধাবিতে পুরস্কার মঞ্চে নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসনের সঙ্গে আলাপের শুরুতে বিষয়টি আনতে চেয়েছিলেন রমিজ রাজা। উইলিয়ামসনকে রমিজ রাজা প্রশ্নের শুরুতে বলেন, ‘এ মুহূর্তের জন্য ৪৯ বছর অপেক্ষা করেছো তুমি...।’ রমিজকে আর আগাতে দেননি ২৮ বছর বয়সী কিউই ক্রিকেটার উইলিয়ামসন। মুখে হাসি টেনে বলেন, ‘আমি ৪৯ বছর অপেক্ষা করিনি।’ পরে জোরে হেসে ওঠেন উইলিয়ামসন। পরে স্বাভাবিক কণ্ঠে বলেন ‘এটা অসাধারণ। পাকিস্তানকে তাদেরই মাঠে হারানো খুব কঠিন। এটা বিশেষ কিছু। ছেলেরা অনেকদিন এটা মনে রাখবে।’ ২০১৬তে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি আসর পিএসএলে তামিম ইকবাল ম্যাচসেরা হওয়ার পর পুরস্কার মঞ্চে সঞ্চালক রমিজ রাজা সবাইকে অবাক করে দিয়ে তামিমের কাছে প্রশ্ন রাখেন, ‘আমি তো তোমার ভাষা জানি না, ইংরেজি কী চলবে? না কি...?’ রমিজের ইঙ্গিত ছিল উর্দুর দিকে। আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক কাটিয়ে দেয়া তামিম ইকবালের দুর্দান্ত ইংরেজি জ্ঞানের কথা জানা থাকার পরও রমিজের অমন প্রশ্নে সেবার সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই সেদিনও তামিম চোস্ত ইংরেজিতে উত্তর দিয়েছিলেন রমিজকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status