ভারত

লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিপর্যয়ের মুখে

কলকাতা প্রতিনিধি

৮ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১:১১ পূর্বাহ্ন

আর মাত্র ছয় মাস পরেই ভারতে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে গত এক বছরে যে ক’টি নির্বাচন হয়েছে তার অধিকাংশটিতেই বিজেপি একের পর এক ধাক্কা খেয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনেও বিজেপি বিপর্যয়ের মুখে পড়তে চলেছে। নির্বাচন শেষে করা জনমত সমীক্ষায় সেই ইঙ্গিতই পাওয়া গেছে। সব সমীক্ষাতেই বিজেপি-র কোণঠাসা ছবিটা স্পষ্ট হয়ে  উঠেছে। অবশ্য আগামী ১১ ডিসেম্বর ফল প্রকাশের পর বোঝা যাবে বাস্তব ছবিটা কি রকম। তবে এখনকার সমীক্ষা অনুযায়ী রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, তেলাঙ্গানা এবং মিজোরাম-  এই পাঁচ রাজ্যের মধ্যে রাজস্থানে পতন ঘটতে চলেছে বিজেপির বসুন্ধরা রাজে সরকারের। ওই রাজ্যে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। সব বুথফেরত সমীক্ষাতেই এমন আভাস পাওয়া গিয়েছে।  অন্য দিকে, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়েও কংগ্রেস ভাল ফল করতে চলেছে। বিভিন্ন সমীক্ষার মতে, কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হবে হাড্ডাহাড্ডি।  তেলাঙ্গানায় অবশ্য ফের ক্ষমতা দখল করতে চলেছে কে চন্দ্রশেখর রাওয়ের তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। অন্যদিকে মিজোরামে ক্ষমতা হারাতে পারে কংগ্রেস। ইন্ডিয়া টুডে-এএমআইয়ের সমীক্ষা অনুযায়ী, রাজস্থানে বিজেপি পাবে ৫৫-৭২টি আসন। সেখানে কংগ্রেস ১১৯-১৪১টি আসনে জয়লাভ করবে। অন্যান্যরা পাবেন ৪-১১টি আসন। টাইমস নাও-সিএনএক্স-এর যৌথ সমীক্ষাতেও প্রায় একই ছবি ফুটে উঠেছে। ওই সমীক্ষায় বিজেপি ৮৫টি আসন জিতলেও কংগ্রেস ১০৫টি আসনে জিতবে বলে দাবি করা হয়েছে। অন্য দলগুলি পাবে ৯টি আসন। রিপাবলিক টিভি এবং জেকেবি-র যৌথ সমীক্ষায় ২০০ আসনের বিধানসভায় বিজেপি ৮৩-১০৩টি আসনে জয়ী হবে বলে দাবি করা হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস অবশ্য বিজেপি-র সঙ্গে সমানে সমানে লড়বে। কংগ্রেস প্রার্থীরা রাজ্যের ৮১-১০১টি আসন জিতবেন বলে জানানো হয়েছে। অন্য প্রার্থীরা ১৫টি আসন দখল করবেন। নিউজ নেশনের সমীক্ষাতেও এগিয়ে রয়েছে কংগ্রেস। ৯৯-১০৩টি আসন দখল করতে পারে কংগ্রেস।  অন্য দিকে বিজেপি জিততে পারে ৮৯-৯৩টি আসন।
মধ্যপ্রদেশে শিবরাজ সিংহ চৌহানের বিজেপি-র সঙ্গে  টক্কর দিচ্ছে কংগ্রেস।  ইন্ডিয়া টুডে-এএমআইয়ের সমীক্ষায় দেখা গিয়েছে, কংগ্রেস  ১০৪-১২২টি আসন পেয়ে এগিয়ে থাকছে। আর বিজেপি পাবে ১০২-১২০টির কাছাকাছি আসন। অন্যরা জিতবে ৪-১১টি আসনে। যদিও টাইমস নাও-সিএনএক্সয়ের সমীক্ষায় দেখা গিয়েছে, এই রাজ্যে ১২৬টি আসন দখল করবে শিবরাজের দল। কংগ্রেস পেতে পারে ৮৯টি আসন। অন্যান্যরা ১৫টি আসন দখল করবে। তবে রিপাবলিক টিভি-জেকেবি, নিউজ নেশন, ইন্ডিয়া নিউজ-এমপি নেতা-র সমীক্ষাতেও বিজেপি-র সঙ্গে কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে। ছত্তিসগড়েও একইভাবে লড়াই হবে কংগ্রেসের সঙ্গে বিজেপির। ইন্ডিয়া টুডে-এএমআইয়ের যৌথ সমীক্ষায় ২১-৩১টি আসনে বিজেপি-র জয় হলেও ৫৫-৬৫টি আসনে কংগ্রেস জিতবে বলে দাবি করা হয়েছে। তবে তেলঙ্গানায় ফের ক্ষমতায় আসতে পারে চন্দ্রশেখর রাও। ইন্ডিয়া টুডে-এএমআইয়ের যৌথ সমীক্ষায় বলা হয়েছে, ওই রাজ্যের ১১৯টি আসনবিশিষ্ট বিধানসভায় ৭৯-৯১টি আসন জিতবে কেসিআর-এর দল তেলঙ্গানা রাষ্টীয়্র সমিতি (টিআরএস)। কংগ্রেস, টিডিপি জোট পাবে ২১-৩৩টি আসন। অন্যান্যরা পাবে ৫-১০টি আসন। মিজোরামে কংগ্রেস ক্ষমতা হারাতে পারে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। তবে রিপাবকলিক টিভি-সি ভোটারসের যৌথ সমীক্ষা অনুযায়ী, ওই রাজ্যের ৪০টি বিধানসভা আসনে কংগ্রেস জিতবে ১৪-১৮টি আসন। এমএনএফ ১৬-২০টি আসনের দখল নেবে। অন্যান্যরা ৩-১০টি আসন জিততে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status