শেষের পাতা

‘২রা জানুয়ারি মুক্তি পাবেন খালেদা জিয়া’

স্টাফ রিপোর্টার

৮ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১০:১৯ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য কারো কোনো দয়া চান না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন , ৩০শে ডিসেম্বর নির্বাচন হবে। আর ২রা জানুয়ারি তারিখে খালেদা জিয়া মুক্তি পাবেন। তবে, তিনি মুক্ত হবেন ন্যায়বিচারের মাধ্যমে। কারও দয়ায় নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দলের আয়োজনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।  নির্বাচন ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্রের কী হবে? শীর্ষক আলোচনায় তিনি প্রধান অতিথি ছিলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার প্রতি কোনো দয়া চাই না, মুক্তিও চাই না। তার প্রতি সুবিচার চাই। সুবিচার হলেই তিনি মুক্তি পাবেন।

সরকারের উন্নয়নের সমালোচনা করে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, এই সরকারের আমলনামায় আছে উন্নয়নের জোয়ার। আর এই উন্নয়ন হলো ইয়াবা উন্নয়ন। বিনা বিচারে হত্যা, গুম ও খুনের উন্নয়ন। ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৮টা থেকে না, জনগণ ভোর পাঁচটা থেকে ভোটকেন্দ্রে যাবে। আর আপনাদের দায়িত্ব জনগণকে ভোটকেন্দ্রে পৌঁছানো। নির্বাচনে থাকবো না বা থাকছি না- এই অবাঞ্ছিত প্রশ্ন ভুলে যান। ঐক্যফ্রন্টের জয় সুনিশ্চিত দাবি করে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, এই সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে। মৃত্যুর নৌকা ডুবে যাচ্ছে ৩০ তারিখে। এক্ষেত্রে আপনাদের একটি মাত্র কাজ, ভোটকেন্দ্রে আর ভয় নয়।

সব ভয় শেষ হয়ে গেছে। তিনি বলেন, এই সরকারের যারা অপকর্ম করেছেন আপনাদের বলতে চাই, খালেদা জিয়ার মতো আপনাদের ভোগানো হবে না। আপনাদের জামিন দিয়ে দেয়া হবে। সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবিরের সভাপ?তি?ত্বে বিএন?পি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, ?বিএন?পির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপ?তি কেএম রফিকুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status