খেলা

হংকংকে হারিয়ে আশা জাগলো যুবাদের

স্পোর্টস ডেস্ক

৮ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:৩১ পূর্বাহ্ন

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশা জাগলো সোহান-মোসাদ্দেকদের। গতকাল এসিসি ইমার্জিং কাপে হংকংয়ের বিপক্ষে লড়াই শেষে ২৮ রানে জয় দেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। করাচিতে ২৮৬ রানের পুঁজি নিয়ে হংকংকে ২৫৮/৭ সংগ্রহে আটকে দেয় সোহান বাহিনী। ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখান মোসাদ্দেক হোসেন। দুটি করে উইকেট নেন অফস্পিনার মোসাদ্দেক ও পেসার খালেদ আহমেদ। আসরের প্রথম ম্যাচে ০ রানে উইকেট খোয়ান মোসাদ্দেক হোসেন। আর সংযুক্ত আরব আমিরাতের কাছে লজ্জার ৯৭ রানে হার দেখে বাংলাদেশ ইমার্জিং দল। তবে দ্বিতীয় ম্যাচে রান পেলেন মোসাদ্দেকরা। এসিসি ইমার্জিং টিমস কাপে গতকাল হংকংয়ের বিপক্ষে আগে ব্যাটিং শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ইনিংস শেষ হয় ২৮৬/৮ সংগ্রহ নিয়ে। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান দলের সহঅধিনায়ক মোসাদ্দেক হোসেন। চার নম্বরে ব্যাট হাতে কাঁটায় কাঁটায় ১০০ রান করেন মোসাদ্দেক। ৮৬ বলের ইনিংসে মোসাদ্দেক হাঁকান ৮ বাউন্ডারি ও তিনটি ছক্কা। ওপেনার জাকির আলী ৪৯ ও পাঁচ নম্বরে ব্যাট হাতে ইয়াসির আলী করেন ৪৫ রান।
গতকাল করাচির সাউদেন্ড ক্লাব ক্রিকেট মাঠে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। দলীয় মাত্র ৯ রানে উইকেট খোয়ান ওপেনার মিজানুর রহমান। তবে দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন জাকির ও নাজমুল হোসেন শান্ত। তবে মাত্র ১০ রানের ব্যবধানে শান্ত ও জাকির সাজঘরে ফিরে গেলে ২৩ ওভার শেষে ৯৯/৩ সংগ্রহ নিয়ে ফের চাপে পড়ে সোহান বাহিনী। চতুর্থ উইকেটে ৯০ রানের জুটিতে দলের বড় পুঁজির ভিত গড়েন মোসাদ্দেক-ইয়াসির। পরে আফিফ হোসেন (২০) ও সোহানের (১৭) ছোট ও কার্যকরী দুই ইনিংসে ভর করে ২৮৪ রানে পৌঁছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সংগ্রহ। হংকংয়ের বল হাতে ৯ ওভারের স্পেলে ৬২ রানে তিন উইকেট নেন পেসার আইজাজ খান। ৯ ওভারের স্পেলে অপর পেসার এহসান নেওয়াজ নেন ৪৫ রানে দুই উইকেট। জবাবে ব্যাট হাতে হংকংকে আশা দেখান ওপেনার নিজাকাত খান। সর্বশেষ এশিয়া কাপে শক্তিধর ভারতের বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলেছিলেন হংকংয়ের পাকিস্তানি বংশোদ্ভূত ওপেনার। সেদিন ম্যাচ শেষে ২৬ রানে জয় নিয়ে ঘাম ছাড়ে ভারতীয়দের। গতকাল বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষেও ঠিক ৯২ রানের ইনিংস খেলেন নিজাকাত। ৩৫.৪তম ওভারে সরাসরি নিজাকাতের স্টাম্প ভেঙে দলকে লড়াইয়ে ফেরান তরুণ অফস্পিনার নাঈম হাসান। তবে সোহানদের চক্ষু রাঙাছিল বাবর হায়াতের ব্যাট। চার নম্বরে ব্যাট হাতে ৯১ রান করেন হংকংয়ের আরেক পাাকস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। বল হাতে চার ওভারের স্পেলে ২৩ রানে দু্‌ই উইকেট নেন মোসাদ্দেক। আর ১০ ওভারের স্পেলে ৬৯ রানে দুই উইকেট পান পেসার খালেদ আহমেদ। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে সোহানরা। গতকাল অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৩৪ রানের টার্গেটে ৯ উইকেটে জয় দেখে পাকিস্তান। এসিসি ইমার্জিং কাপে অংশ নিচ্ছে এশিয়ার ক্রিকেট খেলুড়ে আট দেশের অনূর্ধ্ব-২৩ দল। তবে প্রত্যেক দলে ২৩-ঊর্ধ্ব বয়সী পাঁচ জন খেলোয়াড় সুযোগ পাচ্ছে।

সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ ইমার্জিং দল, ব্যাটিং
বাংলাদেশ ইমার্জিং দল: ৫০ ওভার; ২৮৬/৮ (মিজানুর ৮, জাকির ৪৯, শান্ত ৩৬, মোসাদ্দেক ১০০, ইয়াসির ৪৫, আফিফ ২০, সোহান ১৭, শরিফুল ৫, নাঈম ০, তানভীর ২, আইজাজ ৩/৬২, এহসান ২/৪৮)।
হংকং ইমার্জিং দল: ৫০ ওভার; ২৫৮/৭ (নিজাকাত ৯২, হায়াত ৯১, এহসান ২৬, আইজাজ ১৫, কাপুর ১৫, মোসাদ্দেক ২/২৩, খালেদ ২/৬৯, নাঈম ১/৪০, শরিফুল ১/৫১)।
ফল: বাংলাদেশ ইমার্জিং দল ২৮ রানে জয়ী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status