খেলা

নেতিবাচক রেকর্ডে ‘মন্থর’ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

৮ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:৩১ পূর্বাহ্ন

অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংস শেষে স্বস্তি ছিল না সফরকারী ভারতের। অজিদের দাপুটে বোলিংয়ের বিপক্ষে ২৫০ রানে ইনিংস গুটায় ভারত। তবে ম্যাচের দ্বিতীয় দিনে ভারতকে লড়াইয়ে ফেরায় বোলাররা। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১৯৭/১ সংগ্রহ নিয়ে চাপে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তখনও তারা ৫৯ রানে পিছিয়ে। আর এতে নেতিবাচক এক রেকর্ডেও নাম ওঠে অস্ট্রেলিয়ার। গতকাল অস্ট্রেলিয়ার ওভার প্রতি রানের গড় ছিল মাত্রই ২.১৭। নিজ মাটিতে অস্ট্রেলিয়ার ১৪১ বছরের টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় সর্বনিম্ন। অস্ট্রেলিয়ার মন্থর ইনিংসের শীর্ষ রেকর্ডটি দুই যুগের পুরনো। ১৯৯৪’র সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১৪১.২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২৯২ রান। অ্যাডিলেড ওভাল মাঠে আগের দিনের ২৫০/৯ সংগ্রহ নিয়ে গতকাল দিনের প্রথম বলেই নিজেদের শেষ উইকেট হারায় ভারত। জবাবে অস্ট্রেলিয়ার শুরুটাও ছিল বাজে। প্রথম ওভারেই উইকেট দিয়ে সাজঘরে ফেরেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। উইকেটে মানিয়ে পরে উইকেট খোয়ান অভিষিক্ত ওপেনার মার্কাস হ্যারিস (২৬) ও উসমান খাজাও (২৮)। চার নম্বরে ব্যাট হাতে শন মার্শ করেন ২ রান। আর ৪০তম ওভারে খাজার বিদায়ে ৮৭/৪ সংগ্রহ নিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৩৪ রানে সাজঘরে ফেরেন পিটার হ্যান্ডসকম্বও। তবে একপ্রান্ত আগলে রেখে দলের বড় বিপর্যয় ঠেকান ট্রাভিস হেড। দিন শেষে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। ১৪৯ বলের ধৈর্যশীল ইনিংসে ট্রাভিস হাঁকান ৬টি বাউন্ডারি। ভারতের বল হাতে দীর্ঘ ৩৩ ওভারের স্পেলে ৫৫ রানে তিন উইকেট নেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পেসার ইশান্ত শর্মা ও জসপ্রিত বুমরাহ নেন দুটি করে উইকেট। ২০১৪’র সফরে অ্যাডিলেড টেস্টে অশ্বিনের বদলে লেগস্পিনার করণ শর্মাকে একাদশে সুযোগ দিয়েছিল ভারতের থিঙ্ক ট্যাঙ্ক। প্রথম ইনিংসে ৪.৩৩ ইকোনমি গড়ে ১৪৩ রান দিয়েছিলেন করণ। তবে এবার সুযোগ নিয়ে নিজের শুরুর ২২ ওভারে মাত্র ৩৮ রানে অস্ট্রেলিয়ার তিন বাঁ-হাতি ব্যাটসম্যান হ্যারিস, খাজা ও মার্শকে সাজঘরে ফেরান অশ্বিন।
অ্যাডিলেড ওভাল মাঠে গতকাল ব্যক্তিগত ২ রানে উইকেট খোয়ান শন মার্শ। এতে নেতিবাচক রেকর্ডে নাম উঠলো এ অজি টপঅর্ডার ব্যাটসম্যানের। টেস্টে টানা ৬ ইনিংসে ব্যক্তিগত এক অঙ্কের রানে উইকেট খোয়ালেন মার্শ। গত ২০ বছরে অস্ট্রেলিয়ার কোনো টপঅর্ডার ব্যাটসম্যানের এমন ভোগান্তির নজির নেই। যদিও ঘরোয়া প্রথম শ্রেণির আসর শেফিল্ড শিল্ডে চার ইনিংসে ৮০, ৯৮, ১৬৩ ও ৮১ রান নিয়ে ভারতের বিপক্ষে সিরিজে অজি নির্বাচকদের আস্থা কুড়ান শন মার্শ। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারতের বিপক্ষে মার্শের শেষ ছয় ইনিংসে সংগ্রহ ৭, ৭, ০, ৩, ৪, ২। অ্যাডিলেডে টস জিতে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ১৯ রানের মধ্যেই শীর্ষ তিন ব্যাটসম্যান কেএল রাহুল, মুরালি বিজয় ও কোহলির উইকেট খোয়ায় ভারত। আর আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মার বিদায়ে ৮৬/৫ সংগ্রহ নিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। তবে একপ্রান্ত আগলে রেখে অসাধারণ সেঞ্চুরি তুলে নেন ওয়ানডাউন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (১২৩)।
নিজ মাটিতে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রানের গড়

স্কোর     ওভার     গড়     প্রতিপক্ষ     ভেন্যু     সাল
২৯২     ১৪১.২     ২.০৬     দ. আফ্রিকা     সিডনি     ১৯৯৪
১৯১/৭     ৮৮.০     ২.১৭     ভারত    অ্যাডিলেড    ২০১৮
১৪৫    ৬৬.৪    ২.১৭    ভারত    অ্যাডিলেড    ১৯৯২
৯৮    ৪২.৫    ২.২৮    ইংল্যান্ড    মেলবোর্ন    ২০১০
১৫২    ৬৩.০    ২.৪১    ইংল্যান্ড    ব্রিসবেন    ১৯৯০
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status