খেলা

আবুধাবি টেস্ট

৪৯ বছরের অতৃপ্তি মিটলো কিউইদের

স্পোর্টস ডেস্ক

৮ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:২৭ পূর্বাহ্ন

নিজেদের প্রথম ইনিংস শেষে হয়তো উৎফুল্লই ছিল পাকিস্তানিরা। ম্যাচের চতুর্থ দিনের শুরুতেও ফেভারিট দেখাচ্ছিল পাকিস্তানকে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৭৪ রানের জবাবে জোড়া সেঞ্চুরি হাঁকান আজহার আলী ও আসাদ শফিক। আর ৭৪ রানের লিড নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট তুলে নিয়েছিল পাকিস্তান। তবে ম্যাচের শেষ দিনে এসে ছবিটা ভিন্ন। জয় দূরে থাক, ম্যাচই বাঁচাতে পারলো না সরফরাজরা। আরো একবার দুঃখ নিয়ে আবুধাবির শেখ জায়েদ মাঠ ছাড়লো পাকিস্তান। সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে পাকিস্তানকে ১২৩ জয় দেখলো নিউজিল্যান্ড। গতকাল ম্যাচের শেষ দিনে ১৫৬ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। এতে ২-১ এ সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। কিউইরা পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ জয়ের স্বাদ পেলে দীর্ঘ ৪৯ বছর পর। সিরিজের প্রথম টেস্টেও আবুধাবিতে হার দেখেছিল পাকিস্তান।  
গতকাল দিনের প্রথম ঘণ্টায় ৩৫৩/৭ সংগ্রহ নিয়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এতে পাকিস্তানের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৮০ রানের। তবে শুরুর ৫৫ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ছয় নম্বরে ব্যাট হাতে বাবর আজম ৫১ রান করলেও তাতে হারের ব্যবধানই কমে মাত্র।  দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন পাকিস্তানের ৭ ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বল হাতে তিনটি করে উইকেট নেন টিম সাউদি, অফস্পিনার আইজাজ প্যাটেল ও অভিষিক্ত বাঁ-হাতি স্পিনার ৩৪ বছর বয়সী উইলিয়াম সমারভিল।
অবশ্য দিনের শুরুটা ছিল পাকিস্তানেরই। আগের দিনের ২৭২/৪ সংগ্রহ নিয়ে শুক্রবার দিনের প্রথম বলেই উইকেট খোয়ান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনের সংগ্রহ ১৩৯ রান। এর পর পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয় কিউইরা। দিনের শুরুর ৯ ওভারে স্কোর বোর্ডে ৮১ রান যোগ করে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১২৬ রানে অপরাজিত থাকেন হেনরি নিকোলস। জবাবে ৫৫/৫ সংগ্রহ নিয়ে বিস্বাদ লাঞ্চে যায় পাকিস্তান। সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৭৪ রানের জবাবে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৪৮ রান। আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টে ৪ রানের রুদ্ধশ্বাস জয় দেখে নিউজিল্যান্ড। তবে দুবাই টেস্টে ইনিংস ও ১৬ রানে জয় নিয়ে সমতায় ফেরে পাকিস্তান। সিরিজে সর্বাধিক ৩৮৬ রানের কৃতিত্ব উইলিয়ামসনের। আজহার আলী ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বাধিক ৩০৭ রান। তিন ম্যাচে সর্বাধিক ২৯ উইকেট শিকার পাকিস্তানি লেগস্পিনার ইয়াসির শাহর। দ্বিতীয় সর্বাধিক ১৩ উইকেট পেয়েছেন আইজাজ প্যাটেল।

সংক্ষিপ্ত স্কোর
টস: নিউজিল্যান্ড, ব্যাটিং
নিউজিল্যান্ড: ২৭৪ ও ৩৫৩/৭ ডি.
পাকিস্তান: ৩৪৮ ও ১৫৬
ফল: নিউজিল্যান্ড ১২৩ রানে জয়ী
ম্যাচ সেরা: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
সিরিজ সেরা: ইয়াসির শাহ (পাকিস্তান)
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-১ এ জয়ী নিউজিল্যান্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status