খেলা

সাইফ স্পোর্টিংয়ে দুই সুপার গ্র্যান্ডমাস্টার

স্পোর্টস রিপোর্টার

৮ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:২৭ পূর্বাহ্ন

নিজ দেশ বেলারুশে শীর্ষ দাবাড়ু কোভালেভ। আর আজারবাইজানের শীর্ষ তিনে এলতাজ। ঢাকায় তাদের লক্ষ্য অভিন্ন। সাইফকে শিরোপা জেতানো। দু’জনেই বলেন, ‘সাইফ স্পোর্টিংকে চ্যাম্পিয়ন করতে আমরা এসেছি। সব রাউন্ডে ও সব বোর্ডেই আমরা জিততে চাই।’ গতকাল পর্যন্ত মাত্র দু’রাউন্ডের খেলা শেষ হয়েছে। এতেই এমন মন্তব্য তাদের। তবে বাংলাদেশের দাবাড়ুদের ও দাবা সম্পর্কে কোভালেভের অভিমত, ‘রাজীবের সঙ্গে আমার ভালো পরিচয় রয়েছে। জিয়াও অসাধারণ দাবাড়ু। জিয়া সম্প্রতি জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছে সেটাও জানি আমি। ফাহাদ বয়সে ছোট হলেও দারুণ খেলছে বলে শুনেছি।’ এলতাজের কথায়, ‘আমি এখানে আসার আগে বাংলাদেশের দাবা সম্পর্কে অনেক জেনেছি। অবশ্য ইন্টারনেট ঘেঁটে। তবে এখানকার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সম্পর্কেও শুনেছি।’ তিনি যোগ করেন, ‘বিশ্বের বিভিন্ন স্থানের দাবার স্বাদ নিতে চাই আমি। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টারদের সঙ্গেও আমার পরিচয় হয়েছে। সাইফের প্রস্তাবটা ভালো ছিল। তাই বাংলাদেশে এসেছি।’ অন্যদিকে প্রায় ২৭০০ রেটিংয়ে থাকা সুপার গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে খেলতে পেরে দারুণ উচ্ছ্বসিত স্থানীয় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। তার কথায়, ‘আসলে এমন সুপার গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে খেলে আমাদের উদীয়মান দাবাড়ুরা অনেক কিছু শিখতে পারবে। পাশাপাশি আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।’
শিরোপা প্রত্যাশী সাইফ এতটাই শক্তিশালী দল গঠন করেছে যে, তাদের লীগ শিরোপা ঘরে তোলা শুধুমাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ  স্থানীয় তিন গ্র্যান্ডমাস্টারের পাশাপাশি দু’জন বিদেশি সুপার গ্র্যান্ডমাস্টারকেও উড়িয়ে এনেছে দলটি। তাদের সঙ্গে রয়েছেন দেশের তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমন, মোল্লা আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। এই পাঁচ গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান খেলছেন সাইফে। তাই এবারের আসরে অনেকেই সাইফকে আগেভাগেই চ্যাম্পিয়ন দল হিসেবে মনে করছেন। তবে ফেলে দেয়ার মতো নয় সোনারগাঁও চেস ক্লাব।  নারায়ণগঞ্জের এ দলটি ভারতের গ্র্যান্ডমাস্টার দিপ্তায়ন ঘোষ ও আন্তর্জাতিক মাস্টার সায়ন্তন দাসকে অন্তর্ভুক্ত করে দেশের দুই ফিদে মাস্টার আবদুল মালেক ও ইউনুস হাসানকে দলে ভিড়িয়ে শক্তিশালী দল গড়েছে। এ ছাড়া রয়েছেন মোহাম্মদ মানিক ও শাহ আলম রূপণ। নৌবাহিনী দেশীয় দাবাড়ুদের নিয়ে দল গঠন করেছে। দলটিতে রয়েছেন দু’আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও আবু সুফিয়ান শাকিল, দুই ফিদেমাস্টার শেখ নাসির আহমেদ ও খন্দকার আমিনুল ইসলাম এবং দুই ক্যান্ডিডেট মাস্টার এসএম স্বরণ ও মো. শরীফ হোসেন। গড় রেটিংও সাইফের চ্যাম্পিয়ন হওয়ার পক্ষে। তাদের দলগত রেটিং ২৫০০ প্লাস। সোনারগাঁও চেস ক্লাবের ২৩০০ প্লাস। অন্যদের আরও কম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status