বাংলারজমিন

বড়াইগ্রামে আনছার ভিডিপির প্রশিক্ষকের কাণ্ড

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

৮ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:২১ পূর্বাহ্ন

পূর্ব দিকের প্রধান সড়ক থেকে বিয়ে বাড়ি পর্যন্ত তিনটি মোড়। অপর দিকে দক্ষিণ দিকের প্রধান সড়ক থেকে বিয়ে বাড়ি পর্যন্ত রয়েছে চারটি মোড়। উভয় দিকের মূল সড়ক থেকে বিয়ে বাড়ি পর্যন্ত দূরত্ব আধা কিলোমিটার। সাতটি মোড়ে ইউনিফর্ম পরে সকাল ৭টা থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছে আনছার বাহিনীর সদস্যরা। তাদের কাজ হচ্ছে বিয়েতে আসা অতিথিদের পথ চিনিয়ে দেয়া। অপরদিকে বিয়ে বাড়িতে পরিষ্কারকরণ থেকে শুরু করে অতিথিদের খাওয়ানো, রান্নার কাজ, ধোয়ার কাজ করছে আনছার বাহিনীর নারী-পুরুষ সদস্যরা। সব মিলিয়ে দুই ডজন নারী-পুরুষ আনছার বাহিনীর সদস্যরা ব্যস্ত এই বিয়েকে ঘিরে। এমনই ক্ষমতার অপব্যবহার করলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা আনছার-ভিডিপি প্রশিক্ষক মনিকা ডি কস্তা। শুক্রবার উপজেলার বনপাড়া পৌরসভাস্থ কালিকাপুর নিজ বাড়িতে তার মেয়ের বিয়েতে তিনি জোরপূর্বক ২৪ জন আনছার সদস্যদের দিয়ে বিনা পারিশ্রমিকে কাজ করালেন। আর এতে ক্ষোভ প্রকাশ করেছেন দায়িত্বরত আনছার বাহিনীর সদস্যসহ অন্য সদস্যরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে সরজমিন গিয়ে দেখা যায়, বাড়ির সামনে সাদামাটা গেটে পোশাক পরে দায়িত্ব পালন করছেন আনছার সদস্য রাজীব সেখ ও নবাব আলী। এর ৫০০ গজ দূরে আরেকটি মোড়ে দায়িত্ব পালন করছেন দুলাল হোসেন। এরপর ৬০০ গজ দূরে প্রধান সড়ক মোড়ে দায়িত্ব পালন করছেন আজম আলী ও আবু বক্কর। ঠিক এ ভাবে সাতটি মোড়সহ বিয়ে বাড়ির কাজে পোশাক পরিহিত আনছার সদস্যরা দায়িত্ব পালন করতে দেখে রীতিমতো ভড়কে যাচ্ছে গ্রামবাসী। জানা যায়, তিনি আনছার-ভিডিপির একজন কর্মকর্তা এমন নিদর্শন দেখাতে ও নিজ গ্রামে নিজের দাপট দেখাতে আনছার সদস্যদের পোশাক পরিয়ে তার মেয়ের বিয়েতে দায়িত্ব পালন করালেন।
এভাবে তিনি ব্যক্তিগত প্রোগ্রামে পোশাক পরিহিত দুই ডজন আনছার সদস্যকে দিয়ে দায়িত্ব পালন করাতে পারেন কিনা জানতে চাইলে মনিকা ডি কস্তা জানান, আমি ৫০ জন আনছার সদস্যকে দিয়ে দায়িত্ব পালন করাবো তাতে সাংবাদিকদের কি যায় আসে।
দুপুর ২টা ৪৫ মিনিটে জেলা কমাডেন্ট এ কে এম জিয়াউল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কাজ তিনি (মনিকা ডি কস্তা) করতে পারেন না। আমি এখনই নিষেধ করছি। আপনারা দয়া করে লেখালেখি করবেন না।  
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার পারভেজ জানান, বিষয়টি আমি শুনেছি। দেখছি কি করা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status