এক্সক্লুসিভ

উখিয়া-টেকনাফে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব

সরওয়ার আলম শাহীন, উখিয়া থেকে

৮ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:১৬ পূর্বাহ্ন

একাদশ সংসদ নির্বাচনে ভাগ্যবান আসন হিসেবে পরিচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনটি নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ডজন খানেক যোগ্য ও দলের জন্য ত্যাগী নেতা থাকার পরও এমপি আব্দুর রহমান বদির স্ত্রীকে মনোনয়ন দেয়া হয়েছে। ভোটার ও দলীয় নেতাকর্মীরা ভাবছেন শাহীন আক্তার কী পারবে নৌকার হাল শক্ত করে ধরে রাখতে? আওয়ামী লীগের একাধিক নেতা শাহীনকে মনোনয়ন দেয়ায় খুশি হতে পারেননি। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও নিস্তেজভাব বিরাজ করছে।

অনেকেই মনে করেন, আব্দুর রহমান বদির যে জনপ্রিয়তা রয়েছে তা তার বিভিন্ন কর্মকাণ্ডে হ্রাস পেতে শুরু করেছে। সমপ্রতি এক জনসভায় বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরীকে উদ্দেশ্য করে যে মারমুখী বক্তব্য দিয়েছেন, তা সাধারণ ভোটাররা এবং আওয়ামী লীগের নেতারাও সহজভাবে মেনে নিতে পারছেন না। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমপি আব্দুর রহমান বদির ভিড়িওটি নির্বাচনী এলাকায় টক দ্যা টাউনে পরিণত হয়। এর প্রভাব নির্বাচনী এলাকায়ও পড়েছে। চলছে নানা হিসেব নিকাশ। জয় পরাজয়ের চুলচেরা বিশ্লেষণ। এ ব্যাপারে দায়িত্বশীল নেতারা মুখে কুলুপ আঁটলেও অধিকাংশ নেতা ও সাধারণ কর্মীরা আগামী নির্বাচনে শাহীন আক্তারকে নিয়েই মাঠে রয়েছেন। সচেতন মহল মনে করছেন নির্বাচনে জামায়াত-বিএনপি একাট্টা হয়ে কাজ করবে। তাতে পাল্টে যেতে পারে ভোটের মাঠের দৃশ্যপট। নির্বাচনকে ঘিরে নেতাকর্মীরাও হয়েছেন উজ্জীবিত। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ভোটাররাও। বিএনপি নেতা সালাম সিকদার বলেন, জনগণের আস্থা আর ভালোবাসায় বিএনপি প্রার্থী চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। উখিয়া-টেকনাফ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির প্রচার চলছে পুরোদমে। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, গণসংযোগ করছেন। প্রচারে উভয় দল রয়েছে শক্ত অবস্থানে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া-টেকনাফ। বাংলাদেশে ৩০০ আসনের মধ্যে কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনটি রোহিঙ্গাদের কারণে বিশ্ব নেতাদের কাছে অতি পরিচিত একটি নাম।

ভোটাররা এবার যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে মতপ্রকাশ করছেন। এমপি আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার ও বিএনপির শাহজাহান চৌধুরী বৈধ প্রার্থী ঘোষণার পর গুরুত্বপূর্ণ এ আসনে নৌকা নাকি ধানের শীষ কে জয়ী হয়ে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। একজন দক্ষ সাবেক সাংসদ অন্যজন আওয়ামী রাজনীতিতে নতুন। ভোটাররা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকায় ভোট দেবে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন। অপরদিকে যোগ্য প্রার্থী বাছাই করে ধানের শীষে ভোট দেবে বলে বিএনপির নেতাকর্মীরা মনে করছেন। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। সামপ্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন মেরুকরণে উখিয়া-টেকনাফের রাজনৈতিক অঙ্গনে আরো উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন সচেতন রাজনৈতিক মহল। নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় রয়েছে একাধিক গোয়েন্দা সংস্থাও। তাদের মতে, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন হাঙ্গামা হতে পারে। এসব হামলার শিকার হতে পারেন কর্তব্যরত পুলিশ ও রাজনৈতিক নেতারা। এ নিয়ে সতর্ক রয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যে কোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।
এদিকে গত ১লা ডিসেম্বর বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা চোরাগোপ্তা হামলা চালালে অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। সেই থেকে চলছে উভয়দলের প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে। স্থানীয় ভোটাররাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দিন যতই যাচ্ছে, ততই উত্তপ্ত হচ্ছে নির্বাচনী মাঠ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status