বাংলারজমিন

৬ দফা দাবি বাস্তবায়নের জন্য রিটার্নিং অফিসারের কাছে স্মারকলিপি দিলো খুলনা ঐক্যফ্রন্ট

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

নির্বাচনী কাজে নিয়োজিত সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদচারণা বৃদ্ধি করা ও ডুমুরিয়ার বাস পোড়ানো মিথ্যা মামলার কার্যক্রম স্থগিত ও গ্রেপ্তার, হয়রানি বন্ধ করাসহ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছে খুলনার ঐক্যফ্রন্ট। গতকাল দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে এ স্মারকলিপি দেয়া হয়। দাবিগুলো হলো- পূর্বের দেয়া অভিযোগ সমূহের বাস্তবায়ন ও তদারকি জোরদার করা। বারবার দাবি জানানো সত্ত্বেও কারাগারে আটক নেতাকর্মীরা মুক্ত হয়নি বরং সদর ও সোনাডাঙ্গা থানার পুলিশ কর্তৃক নেতাকর্মীদের মুক্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে শ্যোন এরেস্টকে অসৎ ব্যবহার বন্ধ করা। বিএনপি নেতাকর্মীদের জামিন না দেয়ার জন্য বিচারালয়ের উপর চাপ প্রয়োগ বন্ধ করা। ডুমুরিয়ার বাস পোড়ানো মিথ্যা মামলার কার্যক্রম স্থগিত ও গ্রেপ্তার, হয়রানি বন্ধ করা। নির্বাচনী কাজে নিয়োজিত সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পদচারণা বৃদ্ধি করা। খুলনা আইনজীবী সমিতির, বিচারালয় অঙ্গন ও শহরের বিভিন্ন স্থানে লাগানো রঙিন পোস্টার অপসারণ করা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- জাতীয় ঐক্যফ্রন্ট খুলনা মহানগরীর প্রধান সমন্বয়ক মোহাম্মদ মনিরুজ্জামান, মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, ঐক্যফ্রন্টের নেতা এডভোকেট আ ফ ম মহসীন হোসেন, লোকমান হাকিম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status