দেশ বিদেশ

এরশাদ-আব্বাস-পঙ্কজের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন

স্টাফ রিপোর্টার

৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনে (ইসি) ধরনা দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাইয়ে বাদপড়া প্রার্থীরা ভিড় করছেন কমিশন চত্বরে। নিজের প্রার্থিতা নিশ্চিত হলেও অনেকে এসেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। মনোনয়ন বৈধ করে রিটার্নিং অফিসারের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন তারা। গতকাল বিভিন্ন প্রার্থীর বৈধ মনোনয়নের বিরুদ্ধে আপিলের আবেদন ছিল চোখে পড়ার মতো। এদিন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও বরিশাল-৪ আসনের প্রার্থী পঙ্কজ দেবনাথসহ অন্তত ২০ জনের বিরুদ্ধে মনোনয়ন বাতিলের আপিল আবেদন করা হয়। এরশাদের মনোনয়নের বিরুদ্ধে আপিল করেছেন একই আসনের প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রার্থী সাব্বির আহম্মেদ। এরশাদ তার মনোনয়ন দাখিলের সময় প্রয়োজনীয় প্রায় তথ্যই ভুল দিয়েছেন বলে দাবি করেন তিনি। এ নিয়ে সাব্বির আহম্মেদ বলেন, তিনি তার এইচএসসি’র জাল সার্টিফিকেট জমা দিয়েছেন। উনার হলফনামায় দেশের বাইরে যে তার ব্যবসা রয়েছে সেটা তিনি উল্লেখ করেননি। তার সৌদি আরবে একটি পানির কারখানা রয়েছে সেটা তিনি উল্লেখ করেননি। সংযুক্ত আরব আমিরাতে ইউনিয়ন ব্যাংকে তার গচ্ছিত টাকা রয়েছে সেটাও তিনি হলফনামায় উল্লেখ করেননি। এমনকি তিনি যে বিদেশে আর্থিক লেনদেন করেছেন তার উপর তিনি কোনো করও দেন নাই। এর আগে প্রত্যেক নির্বাচনে তিনি এইচএসসি’র কোনো সার্টিফিকেট জমা দেননি। সার্টিফিকেটের পরিবর্তে ক্যান্টনমেন্ট থানার একটা মামলার কপি উল্লেখ করেছেন। মামলাটি তিনি করেছেন তার সার্টিফিকেট হারিয়েছে উল্লেখ করে। এর আগে এরশাদের সংসদ সদস্য বাতিলের জন্য ফৌজদারি কোর্টে এবং ঢাকার ১নং দায়রা জর্জ আদালতে দু’টি দেওয়ানি মামলা করেছি আমরা। মামলাগুলো এখনো চলমান। মামলা নং ১৮৫/২০১৫। তবে হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়ন বাতিলের আবেদনকে সম্পূর্ণ হাস্যকর বললেন তার একান্ত সচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার। তিনি মানবজিমনকে বলেন, স্যারের মনোনয়ন বাতিলের বিষয়ে যে আবেদন করা হয়েছে এটা এই মাত্র শুনলাম। উনার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে এগুলো সম্পূর্ণ বানোয়াট। এরশাদের সৌদি আরবে কোনো পানির ফ্যাক্টরি আছে কিনা জানতে চাইলে খালেদ আখতার বলেন, আমার জানা মতে স্যারের সৌদি আরবে কোনো ব্যবসা নেই। যেই ব্যবসা ছিল ১০ বছর আগে। সেটা তিনি বন্ধ করে দিয়েছেন। আর আমরা কোনো জাল সার্টিফিকেট জমা দেইনি। স্যারের এইচএসসি সার্টিফিকেট হারানোর পর আমরা একটা জিডি করেছি। আর মনোনয়নপত্রের সঙ্গে সেই জিডির কপিটা জমা দিয়েছি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন একই আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাশেদ খান মেননের পক্ষে আবেদনটি জমা দেন তার আইনজীবী জিয়াদ আল মালুম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধতা পেয়েছেন মির্জা আব্বাস। একই আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেন রাশেদ খান মেনন। পরে আইনজীবী জিয়াদ আল মালুম বলেন, হলফনামায় তথ্য গোপন করায় মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। মির্জা আব্বাস হলফনামায় তার স্ত্রী আফরোজা আব্বাস যে ঋণখেলাপি এটা গোপন করেছেন। এছাড়া মির্জা আব্বাস হলফনামায় লিখেছেন- তার স্ত্রী তার কাছে ৭৩ লাখ টাকার বেশি পাবেন। আবার স্ত্রী লিখেছেন- সে তার স্বামীর কাছে ১ কোটি টাকা পাবেন। এটি বিভ্রান্তিকর তথ্য। ঢাকা-৮ আসনে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির মেনন থাকলেও আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। ভোলা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি’র প্রার্থী নাজিমুদ্দিন আলম। বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী পঙ্কজ দেবনাথের মনোনয়ন বাতিল চেয়ে কমিশনে আপিল আবেদন করেছেন ওই আসনের দুইপ্রার্থী। বরিশাল-৪ আসনের ঐক্যফন্টের প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ ও খেলাফত মজলিশের মাহবুবুল আলম মাস্টার্স এই আবেদন করেন। পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ২ বছরেরও বেশি সাজা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে কমিশনে আপিল করেছেন ফেনী-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি এম. আজহারুল হক আরজু। মনোনয়ন বাতিল হওয়ার পেছনে তিনি ওই আসনের বর্তমান এমপি নিজাম উদ্দিন হাজারীকে দায়ী করছেন। আরজু বলেন, আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি সেদিন হাজারীর লোকজন পথে আমার ওপর হামলা চালায়। তারা আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে আমি তাড়হুড়ো করে জমা দেয়ায় একটা ফরম বাদ পড়ে। এই বিষয়ে আমি স্থানীয় রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু তিনি আমার কথা আমলে নেননি। নিজাম হাজারীর
নামে একটি মামলায় ২ বছর ৬ মাস ১৬ দিন সাজা থাকার পরেও তার মনোনয়ন বৈধ করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ আবদুর রহিম তার মনোনয়ন বাতিলের বিপক্ষে আপিল করেছেন। ১ শতাংশ ভোটারের মধ্যে চার জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল হয়। রাজশাহী-৪ আসনে বিএনপি’র প্রার্থী অধ্যাপক আবদুল গফুরের মনোনয়ন বাতিল করা হয়েছে ১ ভাগ ভোটারের তালিকায় দুই জনের স্বাক্ষর ভুল থাকার কারণে। তবে একই আসনে অন্যদের ঋণখেলাপি থাকার পরও তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বলে দাবি করেন আবদুল গফুর। এদিকে কক্সবাজার-৩ আসনের বিএনপি’র প্রার্থী লুৎফুর রহমানের বৈধ মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি সায়মুন সরওয়ার কমল। লুৎফুর রহমান মনোনয়ন দাখিলের সময় কিছু তথ্য গোপন করেছেন উল্লেখ করে আপিল আবেদন করা হয়। ট্যাক্স বকেয়া থাকায় ঢাকা-১৯ আসনে বিএনপি’র প্রার্থী আলহাজ কফিল উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। যদিও তিনি বলেছেন, এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে বগুড়া-৩ আসনের প্রার্থী আবদুল মমিন তালুকদারের বৈধ মনোনয়নের বিরুদ্ধে বাতিলের আপিল আবেদন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা এম সারোয়ার খান। মমিন তালুকদার আদমদিঘী এলাকার রাজাকারের কমান্ডার ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ নিয়ে মুক্তিযোদ্ধা এম সারোয়ার আলম বলেন, তিনি রাজাকারের কমান্ডার ছিলেন। এ বিষয়ে তথ্য-প্রমাণাদি রয়েছে। আর এই কারণে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। কিন্তু তিনি আদালতে হাজির হননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status