বাংলারজমিন

বাসাইলে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্ব

পদ বঞ্চিতদের বিক্ষোভে লাঠিচার্জ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩১ পূর্বাহ্ন

বাসাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতদের সড়ক অবরোধে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তারা। বুধবার দুপুরে বাসাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে পদ বঞ্চিতরা। জানা যায়, কামরান খান বিপুলকে আহ্বায়ক ও রুবেল তালুকদারসহ ৬ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট বাসাইল উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় টাঙ্গাইল জেলা ছাত্রলীগ। বুধবার সকালে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ও যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ, শফিউল আলম মুকুল এবং রাশেদুল হাসান জনি’র সমন্বয়ে আগামী তিন মাসের জন্য বাসাইল উপজেলা ছাত্রলীগের এই কমিটি অনুমোদন দেন। এই কমিটির প্রতিবাদে পদবঞ্চিতরা বুধবার দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ মিছিলের আয়োজন করলে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পদ বঞ্চিত ছাত্রলীগ কর্মীরা জানায়, বর্তমান এমপি অনুপম শাহজাহান জয় গ্রুপের ছাত্রলীগের কর্মীদের বাদ দিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলামের শ্বশুরবাড়ি এলাকার কর্মীদের নিয়ে এই কমিটি অনুমোদন করা হয়েছে। এ ঘটনায় এমপি গ্রুপের পদবঞ্চিতরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিলের উদ্যোগ নেয়। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মুরাদ হোসেন জানান, ‘বিবাহিত ও অছাত্রদের নিয়ে এই কমিটি অনুমোদন করা হয়েছে। আমরা এই কমিটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ হামলা চালায়। এ ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মী আহত হয়েছে।’ বাসাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন বলেন, পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীরা বাসাইল বাসস্ট্যান্ডের রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। এ সময় পুলিশ তাদের অভ্যন্তরীণ আলোচনার জন্য পরামর্শ দিলে তারা এতে কর্ণপাত না করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status