এক্সক্লুসিভ

শিল্পায়নে বাংলাদেশ চীনের সম্পর্ক অটুট রাখতে হবে -চীনা রাষ্ট্রদূত

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৪ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জে নবনির্মিত শাহ্‌জালাল সারকারখানা পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত মিস্টার জাংঝু। গতকাল সকাল ৭টায় রাষ্ট্রদূত ফেঞ্চুগঞ্জ এসে পৌঁছলে কারখানার চীনা কোম্পানি এবং এসএফপি’র পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। পরে তিনি চীনা সরকারের অর্থায়নে দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান শাহ্‌জালাল সারকারখানার বিভিন্ন বিভাগ  পরিদর্শন করেন। পরিদর্শনকালে সফল উৎপাদন দেখে তিনি বলেন, শিল্পায়নের বিকাশে চীন ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক অটুট রেখে এগিয়ে যেতে হবে। তিনি শাহ্‌জালাল সারকারখানার সফলতা কামনা করে উভয় দেশের প্রকৌশলীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত শাহ্‌জালাল সারকারখানার প্রশাসনিক ভবনের হলরুমে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন, শাহ্‌জালাল সারকারখানার ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার মেসার্স কমপ্লান্ট এবং অপারেশন কোম্পানি জিয়ানফেং এর মিস্টার ঝাউজিন ফেন, মেসার্স লী ইয়াংপিং, মিস্টার ফেন, মিস্টার গাও জিনরেন। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল মোহাম্মদ রাশেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ বদরুজ্জামান, শাহ্‌জালাল সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম,  প্রশাসন বিভাগীয় প্রধান মিজানুর রহমান, হিসাব শাখার জিএম এসএম আবদুল বারিক, বাণিজ্যিক বিভাগীয় প্রধান, মো. আনসার আলী শিকদার, উৎপাদন বিভাগীয় প্রধান সুনিল চন্দ্র দাস কারিগরি বিভাগীয় প্রধান আবু সালেহ মো. মুসলেহ উদ্দিন প্রমুখ। পরে রাষ্ট্রদূত ছাতক এবং কুমারগাঁওয়ে অপর চীনা প্রকল্পগুলো পরিদর্শনের উদ্দেশে ফেঞ্চুগঞ্জ ত্যাগ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status