এক্সক্লুসিভ

ইসির আওয়ামী চেহারা উন্মোচিত হচ্ছে: বিএনপি

স্টাফ রিপোর্টার

৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৯ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, নির্বাচন কমিশন খোলস ভেঙে তাদের আওয়ামী চেহারাটা ততটাই উন্মোচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, নির্বাচনের আগেই সম্ভবত ক্ষমতাসীন দলের ‘বিজয়’ নিশ্চিত করতে নানা রকম কলাকৌশল ও ফন্দি-ফিকির করছে কমিশন। এর একটি ড্রেস রিহার্সেল হয়ে গেল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় বিপুল সংখ্যক প্রার্থীর মনোনয়ন বাতিলের মধ্যদিয়ে। বিষয়টি এমন ছিল যে, বিএনপি হলেই অবৈধ আর আওয়ামী লীগের প্রার্থী হলেই বৈধ। আওয়ামী লীগের ব্লু-প্রিন্টের কুখ্যাত কারিগর এইচ টি ইমাম যে তালিকা সিইসিকে দিয়েছে তাই বৈধ বলে প্রকাশ করেছেন বিভিন্ন জেলার রিটার্নিং অফিসাররা। তিনি বলেন, নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের ছকের মধ্য থেকেই কাজ করছেন কেএম নূরুল হুদা কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ে সরকারের মনোবাঞ্ছা বাস্তবায়ন করার পর এখন মাঠের নিয়ন্ত্রণ যাতে ক্ষমতাসীন দলের হাতেই থাকে, সেজন্য নির্বাচন কমিশন কখনো প্রকাশ্যে আবার কখনো পর্দার অন্তরালে নিরন্তর কাজ করে যাচ্ছে। ইসি নোটিশ দিচ্ছে নির্বাচনের আগে প্রার্থীদের পক্ষ থেকে পোলিং এজেন্টদের তালিকা তাদের দিতে হবে। সেই তালিকা ধরে নতুন করে ধরপাকড় শুরু করার নীলনকশা এটা। রিজভী বলেন, গাজীপুর, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আমরা এমন পরিস্থিতি দেখেছি। রিজভী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মনসুর আলমের নেতৃত্বে ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী খালেদা জিয়া হলের সামনে হলগেট ও নির্দেশিকায় থাকা নামফলক তুলে দেয়। দখল, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য ইত্যাদিতে রেকর্ড ভঙ্গে ছাত্রলীগ নামীয় সংগঠনটি নিজেদের দুষ্কৃতকারী সংগঠনে পরিণত করেছে। এরা ক্যাম্পাসগুলোতে লেখাপড়া ও শুদ্ধ ছাত্ররাজনীতি চর্চার বদলে সহিংসতা সৃষ্টিকারী গ্যাংয়ে পরিণত হয়েছে। তিনি বলেন, ছাত্রাবাস থেকে খালেদা জিয়ার নামফলক মুছে ফেলা হলেও মানুষের মনে সেটি জাগরূক থাকবে। আমি ছাত্রলীগের এই ন্যক্কারজনক অপকর্মের ধিক্কার ও নিন্দা জানাই।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status