ইলেকশন কর্নার

পিরোজপুর-২

দলের নেতাকে প্রার্থীর দাবি বিএনপি তৃণমূলের

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৩০ পূর্বাহ্ন

 পিরোজপুর-২ আসনে মহাজোটের হ্যাভিওয়েট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর বিপরীতে ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে পরিবর্তন করে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়নের দাবি করেছে জেলা উপজেলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ তৃণমূলের সকল নেতাকর্মী। এ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মুক্তিযোদ্ধা নবম সেক্টরের বেসামরিক প্রধান সাবেক প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর ছেলে পিরোজপুর জেলা বিএনপির সহসভাপতি ও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। ২০ দলীয় জোটের ডা. ইরানকে পরিবর্তন করে চূড়ান্তভাবে বিএনপির আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দেয়ার জন্য জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠি দিয়েছেন।  চিঠিতে স্বাক্ষর করেন পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক ফাইজুল কবীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মাদ, সাংগঠনিক সম্পাদক শেখ মিরাজ আলম, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. তহা, সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান দিলু, সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান হাওলাদার, ভাণ্ডারিয়া পৌর বিএনপির সভাপতি মো. মনির আকন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়নের দাবি এখন গণ দাবি। তাই এ আসনে ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. ইরানকে পরিবর্তন করে বিএনপি নেতা আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দেয়ার জন্য আমরা জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিএনপির মহাসচিবের কাছে লিখিতভাবে জানিয়েছি। চূড়ান্ত মনোনয়ন তাকে দেবে বলে আমরা আশা করছি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status