অনলাইন

তেজগাঁওয়ে ট্রাক চাপায় পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

৫ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১০:৫৫ পূর্বাহ্ন

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাক চাপায় নাজমুল হুদা (২২) নামে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একই ইনস্টিটিউটের ছাত্র শাকিল। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সাত রাস্তা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার (এসআই) আবদুল কুদ্দুস জানান, রাতে  মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হয়। এদের মধ্যে নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও শাকিলকে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। শাকিল শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পরপরই পাথর বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে বলে জানান আবদুল কুদ্দুস। নাজমুলের মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, নাজমুল পাবনা জেলার সাথীয়া উপজেলার সোনাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জহির রায়হান ছাত্রাবাসে থেকে পড়ালেখা করতেন তিনি। সহপাঠি সজিব জানান, ইলেক্ট্রোনিক বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন নাজমুল। তিনি কলেজ শাখার ছাত্রলীগের সহ সভাপতিও ছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status