দেশ বিদেশ

ইসিতে ১৪ দল

ঐক্যফ্রন্টের অভিযোগ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থি

স্টাফ রিপোর্টার

৫ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১০:১০ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি ব্লেইম গেইম খেলছে বলে অভিযোগ করেছে ১৪ দল। ক্ষমতাসীন এ জোটের নেতারা দাবি করেন, ঐক্যফ্রন্টের অভিযোগগুলো দেশে সুষ্ঠু, অবাধ নির্বাচনের পরিপন্থি। তারা একটা ব্লেইম গেইম খেলছে। যেই ব্লেইম গেইমের মধ্য থেকে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ হলেও তারা যাতে কিছু কথা বলতে পারে। সেটা এখন থেকেই বলা শুরু করেছে। জোটের নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ৬টি অভিযোগ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ বিভিন্ন অভিযোগ করে গেছেন। ব্লেইম গেইমের মধ্য দিয়ে তারা নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ করতে যাচ্ছে। যেই প্রতিপক্ষের মধ্য দিয়ে তাদের বিভিন্ন রকমের যে প্লান বা ডিজাইন আছে। ভবিষ্যতে সেই ডিজাইনগুলোকে তারা বাস্তবে রূপ দিতে চাচ্ছে। এজন্য আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সতর্ক থাকে। সাবেক এ মন্ত্রী বলেন, আমরা বলেছি, নির্বাচনের পূর্বেও বিভিন্ন অন্তর্ঘাতমূলক কাজ করতে পারে তারা। এটা অতীত অভিজ্ঞতা। কারণ, জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপির মূল শক্তি হচ্ছে জামায়াতে ইসলাম। তারা দেশে এবং বিদেশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন প্লান-প্রোগ্রাম করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে- আন্তর্জাতিকভাবে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে। তারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে দেশে রাজনৈতিক অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে, আগামী ১৩ তারিখে  আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এসব ব্যাপার উত্থাপন করবে। আমরা এটাও বলেছি, বিদেশি যে পর্যবেক্ষকরা আসবেন। দেখা যায় বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে প্রত্যেকটা দেশের হিডেন কতগুলো এজেন্ডা থাকে। পর্যবেক্ষকরা যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে বলেছি। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আব্দুর রহমান, জাতীয় পার্টি-জেপির এজাজ আহমেদ মুক্তা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসদের নাদের চৌধুরী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status