দেশ বিদেশ

মার্সেলের ৪০টি মডেলের বেশি টিভি বাজারে

অর্থনৈতিক রিপোর্টার

৫ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:৫৩ পূর্বাহ্ন

দেশের টেলিভিশন প্রযুক্তি খাতে সফলতা অর্জন করে চলেছে মার্সেলের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলীরা। তারা এলইডি ও স্মার্ট টেলিভিশনে সংযোজন করছেন বিশ্বের লেটেস্ট সব প্রযুক্তি। স্মার্ট টিভিতে যুক্ত হয়েছে লেটেস্ট অপারেটিং সিস্টেম ‘এন্ড্রয়েড৭’। টিভির মানও হয়েছে অনেক উন্নত। দামও হয়েছে আরো সাশ্রয়ী। মার্সেল কর্মকর্তা নাসিমা আক্তার জানান, চলতি বছর অত্যাধুনিক মেশিনারিজ ও দক্ষ কর্মীবাহিনীর সমন্বয়ে লেটেস্ট প্রযুক্তির অসংখ্য নতুন মডেলের এলইডি ও স্মার্ট টিভি বাজারে ছাড়া হয়েছে। বাজারে প্রতিনিয়ত বাড়ছে মার্সেল টিভির গ্রাহকপ্রিয়তা। গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রায় ২৫ শতাংশ বেশি টিভি বিক্রি হয়েছে। সূত্রমতে, গাজীপুরের চন্দ্রায় স্থাপিত অত্যাধুনিক ও আন্তর্জাতিকমানের কারখানায় ৫৫, ৪৯, ৪৩, ৩৯, ৩২, ২৮, ২৪, ২০ ও ১৯ ইঞ্চির ৪০টিরও বেশি মডেলের টেলিভিশন উৎপাদন করছে মার্সেল। এর মধ্যে ৩২ ইঞ্চির এলইডি টিভির ৩টি নতুন মডেল ও ২৪ ইঞ্চির ৪টি নতুন মডেল যুক্ত হয়েছে। লেটেস্ট অপারেটিং সিস্টেম ‘এন্ড্রয়েড ৭’ যুক্ত ৩২, ৩৯ ও ৪৩ ইঞ্চির নতুন মডেলের স্মার্ট টিভি বাজারে ছেড়েছে মার্সেল। নতুন মডেলের প্রতিটি টিভিতে রয়েছে ১ জিবি র‌্যাম ও ৮ জিবি বিল্ট-ইন মেমোরি। মার্সেল হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, বাজারে প্রতি বছরই বাড়ছে মার্সেল টিভির মার্কেট শেয়ার।
তাদের টার্গেট- দেশের টেলিভিশন বাজারের উল্লেখযোগ্য অংশ নিজেদের দখলে নেয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status