এক্সক্লুসিভ

সাহায্যের আবেদন

বাবার চোখে পড়েন ক্যানসারে আক্রান্ত সুবর্ণা

স্টাফ রিপোর্টার

৫ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:৩৫ পূর্বাহ্ন

৪ মাস আগে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত হন ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সুবর্ণা। গ্রামের বাড়ি নাটোরের সিংড়া থানায়। তার চিকিৎসা করাতে এ পর্যন্ত খরচ হয়েছে মোট সাড়ে ৫ লাখ টাকা। দরিদ্র কৃষক বাবা শহিদুল ইসলাম ফসলি জমি ও গরু-ছাগলসহ মূল্যবান জিনিসপত্র বিক্রি করে এখন প্রায় সর্বস্বান্ত। বইপাগল সুবর্ণার এখন একমাত্র ভরসা হচ্ছে তার বাবার চোখ। বাবা বই পড়ে শোনায় সুবর্ণা সেগুলো আত্মস্থ করে। কারণ ক্যানসারের ভাইরাস দমনে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় সুবর্ণার দু’চোখই এখন অন্ধ হওয়ার পথে। চিকিৎসকরা বলেছেন, যতদ্রুত সম্ভব তার চোখের অপারেশন করাতে হবে। ইতিমধ্যে ধারদেনা করে সুবর্ণার একটি চোখের অপারেশন করানো হয়েছে। আরেকটি চোখ এই মাসের মধ্যে অপারেশন করাতে বলেছেন ডাক্তাররা। সুবর্ণার চোখের অপারেশন ও ক্যানসারের চিকিৎসাসহ পুরোপুরি সুস্থ হতে এখনো প্রায় ৩ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় ছোট্ট সুবর্ণার চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন তার বাবা। সহায়তা পাঠাতে মোবাইল: বিকাশ ০১৭৭৪৮৯৩৭৫১ (বাবা শহিদুল ইসলাম)। গফ: ঝযধযরফঁষ ওংষধস.ঊষবঢ়যধহঃ জড়ধফ (ওইইখ)অ/ঈ হড়: ১৩২৩৯.
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status